মল্লিকা শেরাওয়াত। সিনে দুনিয়ার পরিচিত মুখ। অভিনয়ের চেয়ে বেশি খ্যাতি এসেছিল সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য। কিন্তু জানেন কি, মল্লিকা শেরাওয়াত মোটেই এই নায়িকার আসল নাম নয়। কী নাম ছিল তাঁর? আর কেনই বা নাম পালটে ফেলেছিলেন তিনি?
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী বলে পরিচিত তিনি। ‘মার্ডার’ সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রীতিমতো সাহসী দৃশ্যে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনেও কম সাহসের পরিচয় দেননি এই নায়িকা। নিজের জন্মসূত্রে পাওয়া নাম এক কথায় ছেড়ে দেওয়া মানে নিজের একটা অস্তিত্বকেই যেন মুছে ফেলা। কিন্তু অপমানের প্রতিবাদে সে কাজ করতেও দ্বিধা করেননি এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই খোলসা করলেন মল্লিকা শেরাওয়াত।
আরও শুনুন: দেশের কোনও ইস্যুতে কেন মুখ খোলেন না খান হিরোরা? প্রশ্ন তুলে সরব নাসিরুদ্দিন শাহ
অনেকেই জানেন না, মল্লিকা শেরাওয়াত তাঁর আসল নাম নয়। তাঁর আসল নাম রিমা, আর পারিবারিক সূত্রে পাওয়া পদবি হল লাম্বা। আগে একসময় মল্লিকা জানিয়েছিলেন, বলিউড অভিনেত্রী হতে চেয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন তিনি। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার সময় নিজের নামও তিনি পালটে ফেলেছিলেন। তাঁর মায়ের বিয়ের আগের পদবি ছিল শেরাওয়াত। রুপোলি জগতে পা রাখার সময় নিজের নাম পরিবর্তন করার পাশাপাশি নামের সঙ্গে মায়ের পদবিটিই জুড়ে নিয়েছিলেন তিনি। কিন্তু এর পিছনে ছিল একটি বিশেষ কারণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা জানান, তাঁর সিনে দুনিয়ায় আসার ইচ্ছেকে ভাল চোখে দেখেনি তাঁর পরিবার। বিশেষত তাঁর বাবার ঘোরতর আপত্তি ছিল। তিনি মনে করেছিলেন, ফিল্মে অভিনয় করা মানে পরিবারের নাম ডোবানো। মল্লিকাকে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, অভিনয়জগতে যোগ দিতে চাইলে মেয়েকে ত্যাজ্য করবেন তিনি। মল্লিকার সপাট উত্তর ছিল, তার আগে তিনিই পরিবারের নাম, অর্থাৎ বংশগত পদবি ত্যাগ করছেন। তিনি তখনই এ কথাও জানিয়ে দেন, বাবা হিসেবে তাঁকে তিনি ভালবাসবেন, শ্রদ্ধাও করবেন, কিন্তু তাঁর পদবি তিনি আর ব্যবহার করবেন না। বরং মায়ের কুমারী জীবনের পদবিটিই বেছে নিয়েছিলেন তিনি।
আরও শুনুন: নগ্ন হয়েছিলেন যাঁর ছবিতে, সেই Anurag Kashyap-কেই কৃতজ্ঞতা জানালেন Kubbra Sait
মল্লিকা শেরাওয়াত বলেন, নিজের এই কাজকে তিনি পিতৃতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ বলেই মনে করেন। পরবর্তী কালে তাঁদের সম্পর্ক অনেকখানি সহজ হয়ে এলেও, নিজের এই সিদ্ধান্ত থেকে আর নড়েননি তিনি। তাই এখনও নামের সঙ্গে মায়ের পদবিই তিনি ব্যবহার করে চলেছেন।