যে কোনও শুভ কাজের প্রারম্ভে শঙ্খধ্বনি করা হয়। প্রচলিত বিশ্বাস মতে, এই ধ্বনি মানুষের জন্য মঙ্গলকর। তাই বিশেষ পুজো-অর্চনার সময় তো বটেই, ঘরে ঘরে প্রতিদিন সকাল ও সন্ধেয় শাঁখ বাজানোর রেওয়াজ আছে। কী করে শাঁখের আওয়াজ হয়ে উঠল মঙ্গলধ্বনি? আসুন শুনে নিই।
শঙ্খধ্বনি ছাড়া কোনও মঙ্গল কাজ শুরু হয় না। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, শাঁখের আওয়াজ পবিত্র ‘ওঁ’ ধ্বনির সমতুল। যে ‘ওঁ’ ধ্বনির অস্তিত্ব সৃষ্টির আদিতেও ছিল বলে বিশ্বাস করা হয়। তাই পুজো-অর্চনা থেকে অন্যান্য যে কোনও শুভ কাজে শাঁখের উপস্থিতি আবশ্যক।
আরও শুনুন: Spiritual: পুজোর সময় প্রদীপ জ্বালানো হয় কেন? এর মাহাত্ম্য কী?
এই যে রীতি তৈরি হল, এ কেবল বিশ্বাস থেকে নয়। এর নেপথ্যে নির্দিষ্ট কারণ আছে। শাঁখের আওয়াজ এবং শাঁখ বাজানোর প্রক্রিয়া আমাদের শরীরের নানা উপকার করে। বলা হয়, শাঁখ বাজানোর জন্য যেভাবে শ্বাস-প্রশ্বাস নিতে হয় তাতে মানুষের শরীরের ফুসফুসের বিশেষ উপকার হয়। কেননা তা একরকম ব্যায়ামের শামিল। ফলত শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে শাঁখ বাজানো যে একটি উৎকৃষ্ট ব্যায়াম, এ কথা বলাই যায়। আবার যাদের কথা বলার ক্ষেত্রে সমস্যা আছে, তারাও যদি নিয়ম করে শাঁখ বাজায়, তবে তাঁদের সমস্যা অনেক সময়ই সেরে যায়। কেননা শাঁখ বাজানোর সময় মুখের পেশিরও ব্যায়াম হয়। বিশেষজ্ঞরা বলে থাকেন, শাঁখে যেহেতু ক্যালসিয়াম, ফসফরাস, সালফার প্রভৃতি জিনিস থাকে, তাই শাঁখের জলও বেশ উপকারী। পুজো-অর্চনার ক্ষেত্রে শাঁখে জল রেখে দেওয়ার রীতি আছে, এবং শাঁখে রাখা এই জলকে পবিত্র হিসেবেই বিবেচনা করা। তার নেপথ্যেও আছে এই কারণ। কেননা শাঁখের জল বা শাঁখে রাখা জল হাড়, দাঁত এমনকী ত্বকের সমস্যা বা অ্যালার্জি জনিত সমস্যা সারিয়ে তুলতে পারে। নিয়মিত শাঁখ বাজালে মস্তিষ্কে রক্ত সঞ্চালন দ্রুত হয়। এর ফলে স্ট্রেস, অ্যাংজাইটির মতো সমস্যাও অনেকটা নিয়ন্ত্রণে থাকে। ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে বলে মত অনেকেরই। এমনকী শাঁখ বাজানোর সময় শরীরের যে ব্যায়াম হয়, তাতে ফুসফুস ভালো থাকা ছাড়াও অন্যান্য উপকার হয়। যেমন হজমের সমস্যা বা স্টমাক ঠিক রাখতেও এই ব্যায়াম উপকারী। শাঁখের আওয়াজ জীবাণুনাশক বলেও অনেকে মনে করেন।
আরও শুনুন: Vastu Tips: ঘরের কোন দিকে তুলসী গাছ রাখা উচিত? কোন কোন দিন গাছে জল দেবেন না?
অর্থাৎ, দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে শাঁখ বাজানোর রীতি চলে আসছে তা এমনি এমনি নয়। নেপথ্যে আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ কারণ। বলা হয়, শাঁখের আওয়াজ সমস্ত খারাপ প্রভাব দূর করে পজিটিভ এনার্জি সঞ্চারিত করে। মানবশরীরের ক্ষেত্রে শাঁখ বাজানোর এই প্রক্রিয়া উপকারী বলেই মানুষের পুজো-অর্চনা এবং আমাদের সংস্কৃতির ভিতর তা ঢুকে পড়েছে। এবং এই কারণেই সার্বিক ভাবে শাঁখ বাজানোকে মঙ্গলজনক হিসেবে বিবেচনা করা হয়।