শিকাগো ভাষণের পাশাপাশি ৯/১১ হামলার প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী। নারদ মামলায় বিনা অনুমতিতে চার্জশিট দেওয়া নিয়ে ইডি-সিবিআইকে তলব করলেন রাজ্য বিধানসভার স্পিকার। হাই কোর্টের নির্দেশেও ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফাটল ধরার সম্ভাবনা পাকিস্তানের সঙ্গে তালিবানের ঘনিষ্ঠতায়।
হেডলাইন:
আরও শুনুন: 10 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আরও শুনুন: 9 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- 2014 সালের প্রাথমিক টেট ঘিরে অসন্তোষ, নিয়োগের তথ্য তলব হাই কোর্টের
বিস্তারিত খবর:
1. একদিকে আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ নয় এগারোর বিমান হামলা। আবার স্বামী বিবেকানন্দের বিশ্বখ্যাত শিকাগো বক্তৃতারও বর্ষপূর্তি। দুই ঘটনার তারিখ একই। ৯/১১। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় উঠে এল দুই প্রসঙ্গই। প্রধানমন্ত্রী মনে করালেন, মানবতার মূল্য বুঝতে আজও ১৮৯৩ সালের সেই বক্তৃতার গুরুত্ব অপরিসীম। ৯/১১ হামলার মতো ট্র্যাজেডির পুনরাবৃত্তি রুখতে ভারতের শেখানো মানবতার বাণীর প্রয়োজনীয়তার কথাও বললেন তিনি।
গুজরাটের সর্দার ধাম ভবন উদ্বোধনের সময় দিনটির বিশেষত্বের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতায় সারা বিশ্ব মানবতার মূল্য সম্পর্কে জানতে পেরেছিল বলে মনে করেন তিনি। এদিন টুইটারেও বিবেকানন্দের সেই বক্তৃতা নিয়ে পোস্ট করেছেন মোদি।
2. এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে খড়গহস্ত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অনুমোদন না নিয়ে রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি এবং মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ তিনি। বিধানসভা সূত্রের খবর, এই দুই সংস্থার তদন্তকারী আধিকারিককে তলব করতে চলেছেন স্পিকার। যা ভারতের রাজনীতিতে বিরল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কিছুদিন আগেই রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নারদ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিট পেশ করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রর বিরুদ্ধেও। সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও রাজ্যের এই তিন জনপ্রতিনিধি এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। ইডির বিশেষ আদালত সেই চার্জশিটের প্রক্ষিতে সমনও জারি করেছে। নিয়ম অনুযায়ী, বিধায়ক বা মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হলে তা স্পিকারকে জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে কোনও কিছুই তাঁকে জানিয়ে করা হচ্ছে না বলে অভিযোগ স্পিকারের। স্পিকারের মাধ্যমে মন্ত্রী এবং বিধায়কদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিধানসভায় সমন পাঠিয়েছে ইডির আদালত। স্পিকারের বক্তব্য, এভাবে সমন পৌঁছে দেওয়ার দায়িত্ব বিধানসভার নয়।
সূত্রের খবর, এসব নিয়েই শুক্রবার বিধানসভায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন, চার্জশিট পেশের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে ইডি। আর সবই ইচ্ছাকৃতভাবে করছে দুই কেন্দ্রীয় এজেন্সি। এরপরই ইডি এবং সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।