গড্ডল প্রবাহ। অর্থাৎ কিনা ভেড়ার দল। হীন অর্থেই এই কথা ব্যবহার করা হয়। কিন্তু সেই গড্ডল প্রবাহ বা ভেড়াদের দল দিয়েই যে বেশ ভালোরকম চমক লাগানো যায়, তা কে জানত! কাজটি করে দেখালেন এক কৃষক। কায়দা করে ভেড়াদের দাঁড় করাতেই, সবুজ মাঠের উপর ফুটে উঠল হৃদয়ের চিহ্ন। আর ড্রোন দিয়ে তোলা সেই ছবি ছড়িয়ে পড়ল সর্বত্র।
পোষ্যদের খাবারের লোভ দেখিয়ে নিজেদের কাজ হাসিল করেন তাদের মালিকরা। কিন্তু এবার পোষ্যদের সাহায্যে এক অভিনব কাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ার এক কৃষক, নাম বেন জ্যাকসন। প্রিয় এক আত্মীয়ের মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু করোনার কারণে তাঁর অন্ত্যেষ্টিতে গিয়ে উপস্থিত হতে পারেননি। শ্রদ্ধা জানাতে এক অভিনব উপায় ভেবে বের করলেন তিনি। আর তাতেই তৈরি হল একটি ভিডিও।
আরও শুনুন: বিষেই কি হবে বিষক্ষয়? করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার হাতিয়ার সাপের বিষ
ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের সবুজ গালিচায় কিছু সাদা বিন্দু ছুটে ছুটে এসে হার্ট শেপ নিচ্ছে। দেখতে চমৎকার লাগে। যেন একটা এলোমেলো ঢেউ এসে হৃদয়ের আকার ধারণ করছে। কী এই সাদা বিন্দুগুলি? একটু খতিয়ে দেখলে বোঝা যাবে, এ আর কিছুই নয়, ভেড়া। বেনের ভেড়ার দলই এই কাণ্ড ঘটিয়েছে। প্রিয়জনকে এভাবেই শ্রদ্ধা জানালেন তিনি। কাজটা সত্যিই খুব কঠিন। একটা দুটো নয়, এতগুলো অবলা জীবকে নিয়ে কাজ, আবার তাদের সাজাতে হবে একটি নির্দিষ্ট শেপে।
আরও শুনুন: একেই বলে স্বাস্থ্যসচেতন! মাস্ক কুড়িয়ে পেয়ে পরেও ফেলল বাঁদর, তাজ্জব নেটদুনিয়া
কিন্তু এই কঠিন কাজটি তিনি করলেন কীভাবে?
গত বছরই খরা আর ইঁদুরবাহিত প্লেগের কারণে চাষবাসে বেশ মন্দা চলছিল, আর অবসর সময় বেড়ে গিয়েছিল প্রচুর। সেই সময়ই ওই কৃষকের মাথায় বুদ্ধি আসে, যদি ভেড়াদের খাদ্যশস্য একটি নির্দিষ্ট আকারে বা শেপে ছড়িয়ে দেওয়া হয় বা আগে থেকেই ছড়িয়ে রাখা হয় তবে ভেড়ারা ওই শেপ বরাবরই খাবারের জন্য লাইন করে এগোতে থাকবে। আর এভাবেই কয়েক মিনিটের জন্য অন্তত তাদের ওই শেপে পাওয়া যাবে। এই বুদ্ধিই কাজে লাগান ওই কৃষক।
করোনা অতিমারীর কারণে অনেকেই বহু দূরে থাকা আত্মীয় বা প্রিয় মানুষদের কাছে যেতে পারছেন না। তাদের অসুস্থতায় একবার গিয়ে পাশে দাঁড়ানো বা কোনোরকম সাহায্য করারও অবকাশ পাচ্ছেন না অনেকেই। ভিসা পেতেও সমস্যা হচ্ছে বিভিন্ন দেশে। এহেন অবস্থায় নিজের আত্মীয়কে শেষ শ্রদ্ধা জানাতে এই অভিনব উপায় বের করেছিলেন অস্ট্রেলিয়ার ওই কৃষক। তাঁর বুদ্ধিকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। সেই সঙ্গে ভেড়াদের দিয়েও যে এমন আজব কাণ্ড ঘটিয়ে তোলা যায়, সেই কথা ভেবেই তাঁকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।