তালিবানের মতো একটি বর্বর শক্তির আফগানিস্তান দখল এবং জয় হাসিলের পর কেন উল্লাস করছেন কিছু কিছু ভারতীয় মুসলমান? ঘটনায় ক্ষুব্ধ প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় তিনি একরকম তোপ দেগেছেন সেই উল্লাসের বিরুদ্ধে।
দু-দশকের স্থিতি ও গণতন্ত্র ধূলিসাৎ করে আফগানভূম দখল করেছে তালিবান। তা নিয়ে গোটা বিশ্বই চিন্তিত। কিন্তু এরই মধ্যে কিছু কিছু ভারতীয় মুসলমানকে এ নিয়ে সন্তোষ বা উল্লাস প্রকাশ করতে দেখা গিয়েছে। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
আরও শুনুন: নতুন করে তালিবানি ফতোয়ার মুখে আফগান মেয়েরা, থামল গানবাজনাও
ক্ষুব্ধ নাসিরুদ্দিন এক ভিডিও বার্তা প্রকাশ করে বলেন, আফগানিস্তানের তালিবানের মতো শক্তি ফিরে আসা গোটা বিশ্বে জন্যই চিন্তার কারণ। বিপজ্জনক পরিস্থিতি একটা। কিন্তু তার থেকে কম বিপজ্জনক নয়, সেই তালিবানদের জয়ে ভারতীয় মুসলমানদের উল্লাস প্রকাশ করা। বা সেই জয় উদযাপন করা। সমগ্র মুসলমান সমাজের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ভারতীয় মুসলমানদের নিজেদেরকেই নিজের একটা প্রশ্ন করা উচিত। তাঁরা কি তাঁদের ধর্মে আধুনিকতা এবং সংস্কার চান? নাকি সেই পুরনো দিনের গোঁড়ামির ভিতর ফিরে যেতে চান? তিনি বলেন, আমি নিজে একজন হিন্দুস্থানি মুসলমান। মির্জা গালিবকে স্মরণ করে তিনি আরও বলেন, ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত। তা কোনও প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক ধর্মের হিসেবে চলে না। ভারতীয় ইসলামের বিশেষত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এমন দিন যেন না আসে যে একদিন তাকে চেনা না যায়। স্পষ্টতই তালিবানদের জয়ে ভারতীয় মুসলমানদের একাংশের উদযাপনে একেবারেই খুশি নন তিনি। আর তাই ভারতীয় ইসলামের আলাদা দিকটিই ধরিয়ে দিতে চাইলেন সকলকে। তাঁর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন ইতিহাসবিদ ইরফান হাবিব। তিনি জানিয়েছেন, কথাগুলি বলা খুব জরুরি ছিল।
আরও শুনুন: তালিবানের গুলিতে উড়েছিল মাথার খুলির অংশ, বইয়ের তাকে এখনও তা সাজিয়ে রেখেছেন মালালা
আমরা শুনে নিই, ঠিক কী বলেছেন নাসিরুদ্দিন শাহ।