শিল্পে এক নম্বর হওয়ার লক্ষ্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার থেকে রাজ্যে পূর্ণসময় খোলা থাকবে ব্যাংক। পুজোর আগেই ভোট করাতে প্রস্তুত রাজ্য। ভোট পরবর্তী অশান্তি মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ। নারদ কাণ্ডে ফিরহাদ-সুব্রত-মদন-শোভন-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. একাধিক শিল্পতালুকে বিনিয়োগ। সঙ্গে শিল্পবান্ধব নয়া নীতির ঘোষণা। সামাজিক প্রকল্পের পর নজর এবার শিল্পে। কর্মসংস্থানেও জোর দিচ্ছে রাজ্য সরকার। পুলিশ দিবসে পুলিশ কর্তাদেরও কুর্নিশ জানানোর পাশাপাশি একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার পানাগড় শিল্পতালুকে ৪০০ কোটি টাকার পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এরপরই বাংলায় বিনিয়োগ করার জন্য আবেদন জানান তিনি। রাজ্যে বিনিয়োগ বাড়াতে এদিন শিল্পবান্ধব দুই নয়া নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘোষণা ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনেরও। যার তত্ত্বাবধানে থাকবেন তিনি নিজেই।
মুখ্যমন্ত্রী জানান, ইথানল প্রোডাকশন প্রোমোশন পলিসি চালু করছে রাজ্য। এই শিল্পে এক বছরে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের আশা দেখছেন তিনি। কাজ পাবেন অন্তত ৪৮ হাজার মানুষ। এছাড়া আগামী ৫ বছরে ৪০০ মেগাওয়াটের ডেটা সেন্টার গড়ে তোলা হবে এ রাজ্যে। বিনিয়োগ হবে ২০ হাজার কোটির। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি পাবেন ২৪ হাজার জন। মুখ্যমন্ত্রী আরও জানান, দেউচা পাচামির কয়লা খনি তৈরির দ্বিতীয় দফার কাজ শুরু হচ্ছে। জঙ্গলমহল সুন্দরী’ নামে শিল্পতালুক গড়ে উঠছে রঘুনাথপুরে। অশোকনগরে তেলপ্রকল্পের কাজ চলছে। বানতলায় তৈরি হচ্ছে লেদার কমপ্লেক্স। অমৃতসর-ডানকুনি ফ্রেট করিডোর তৈরি হচ্ছে। এদিকে দ্রুত চালু করা হবে তাজপুর বন্দর। ২ বছরের মধ্যে অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর বানানো হবে। শিল্পে এক নম্বর হওয়াই এবার রাজ্যের লক্ষ্য বলে এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
2. বৃহস্পতিবার থেকে পূর্ণসময় খোলা থাকবে ব্যাংক। পানাগড় থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্ট তৈরিতে যাতে সমস্যা না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত।
আগস্টের ১৬ তারিখ থেকে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ। প্রতিদিন এর সুবিধা পেতে আবেদন করছেন কয়েক হাজার মানুষ। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে দ্রুত। কিন্তু বর্তমানে বেলা ১০টা থেকে ৩টে পর্যন্ত খোলা রাখা হয় ব্যাংক। এতে সমস্যায় পড়ছেন রাজ্যবাসী। সেই কারণেই ব্যাংক পূর্ণসময় খোলা রাখার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় বিধিনিষেধ জারি করেছিলেন মমতা। পরবর্তীতে ধীরে ধীরে ছাড় দেওয়া হতে থাকে সরকারের তরফে। তবে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে জারি থাকবে বিধিনিষেধ।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।