কথায় বলে বাঁদরামি কোরো না। কিন্তু যত বদনামই করা হোক না, বাঁদররাও যে স্বাস্থ্যসচেতন তার প্রমাণ এবার মিলল হাতেনাতে। রাস্তায় একটি মাস্ক কুড়িয়ে পেয়ে ঠিক মানুষের মতোই তা পরে ফেলল এক বাঁদর। আর সে ভিডিও ছড়িয়ে পড়তেই, নেটদুনিয়ায়, একেবারে যাকে বলে, তাজ্জব সকলে।
রাস্তার ধারে পড়ে ছিল একটি মাস্ক। এখন মাস্ক পরে চলা বাধ্যতামূলক হয়ে গিয়েছে সর্বত্রই। অনবধানবশত সেটি হয়তো কেউ ফেলে গিয়েছেন। সেই মাস্ক কুড়িয়ে পেল এক বাঁদর। এখন, মাস্কের যে কী ব্যবহার তা, বাঁদর জানবে কী করে? এর আগে এই নিয়ে ভাবতে বসলে একাধিক সম্ভাবনার কথা উঠে আসত। কেউ বলতেন, হয়তো কী জিনিস তা বুঝতে না পেরে বাঁদরটি মাস্কটি ফেলে চলে যেত। কেউ আবার বলতে পারতেন, হয়তো খাবার জিনিস ভেবে চিবিয়েও দেখতে পারত বাঁদরটি। কিন্তু এখন সেই সব সম্ভাবনায় অনায়াসে জল ঢেলে দেওয়া যায়। আর সে কাজটি করেছে আর কেউ নয়, স্বয়ং একটি বাঁদর।
আরও শুনুন: পেঁয়াজ কাটলে কেন চোখে আসে জল? আর তা আটকাবেন কী করে?
মাস্কটি হাতে পেয়ে বাঁদরটি করল কী, ঠিক মানুষ যেভাবে মুখে পরে, সেভাবেই মাস্কটিকে পরার চেষ্টা করল। প্রথম দফায় সফল হল না। কেননা কানের পাশ দিয়ে মাস্কটিকে যে আটকে রাখতে হয়, সেই বিদ্যে তার জানা নেই। ফলে, মাস্ক পড়ল খসে। কিন্তু কুছ পরোয়া নেহি। একবার না পারিলে করো শতবার। যেন এই মন্ত্র মেনেই আবার বাঁদরটি তুলে নিল মাস্কখানা। আর চাপিয়ে দিল মুখে। কিন্তু বেচারি! মাস্কখানা এত বড় যে তার চোখ ঢেকে যায়। গোটা মুখই ঢাকা পড়ে যায় একটি মাস্কে। সেই অবস্থায় দু-কদম চলতে গিয়ে দেখে বেজায় বিপদ। আবার খসে পড়ে মাস্ক। কী আর করা যাবে! একটা সময় হতোদ্যম হয়ে পড়ে বাঁদরটি।
আরও শুনুন: শিম্পাজির সঙ্গে মহিলার প্রেম, ক্ষুব্ধ চিড়িয়াখানা কর্তৃপক্ষ
কিন্তু আসল কথাটি হল, বাঁদরের বুদ্ধি। মানব সমাজের আশেপাশেই তাঁদের ঘোরাঘুরি। মানুষকে যে তারা কতটা গভীর ভাবে পর্যবেক্ষণ করে, এই ঘটনায় তারই প্রমাণ মিলল। বছর দুয়েক আগে হহলেও মাস্ক নিয়ে হয়তো এমন হরকত করত না বাঁদরটি। কিন্তু কোভিডের দৌলতে মানবসমাজের মুখে মুখে উঠে এসেছে মাস্ক অর্থাৎ মুখাবরণী। সেই অবস্থাতেই ঘরের বাইরে বেরোয় মানুষ। নইলে অশেষ বিপদ। মানুষের দৈনন্দিনের এই বিবর্তন বা পরিবর্তন সম্পর্কে ওয়াকিবহাল মানুষের আশেপাশে যারা থাকে, তারাও। আর তাই বাঁদরটিও বুঝেছে মাস্ক হাতে পেলে সেটিকে মুখে পর ফেলতেই হয়। হ্যাঁ, মানুষের মতো বুদ্ধি করে সে মাস্কটিকে কানের দুপাশ দিয়ে আটকাতে পারেনি ঠিকই। কিন্তু মাস্কের ব্যবহার যে সে জানে, এ নিয়ে কোনও সন্দেহই নেই।
তবে কি করোনার ঠেলায় বাঁদররাও ভিতরে ভিতরে স্বাস্থ্যসচেতন হয়ে উঠল! নেটদুনিয়া ছড়িয়ে পড়া এই ভিডিও যেন সেই কথাই জানাচ্ছে।