আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে জনসাধারণের জন্য খুলল পুরীর মন্দির। অক্টোবরে শীর্ষে উঠবে করোনার তৃতীয় ঢেউ সতর্কবার্তা কেন্দ্রের। ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে শ্রী সিমেন্ট। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের ডাকা বৈঠকে অংশ নেবে তৃণমূল, জানালেন মুখ্যমন্ত্রী।
পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধ, বাগলানে নিহত ৩০০ তালিবান জঙ্গি।
অক্টোবরে শীর্ষে উঠবে করোনার তৃতীয় ঢেউ, দৈনিক সংক্রমণ কমার মাঝেই সতর্কবার্তা কেন্দ্রের।
দীপাবলির পর খুলতে পারে স্কুল। চূড়ান্ত সিদ্ধান্ত পুজোর পর। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সোমবার থেকে জনসাধারণের জন্য খুলল পুরীর মন্দির, কোভিডবিধি মেনে চলবে দর্শন এবং পূজা।
ত্রিপুরা জয়ে এবার তৃণমূলের সেনাপতি দেব। চলতি সপ্তাহেই সফরের সম্ভাবনা।
ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে শ্রী সিমেন্ট, চিঠি পৌঁছল মধ্যস্থতাকারীদের হাতে। ইনভেস্টরদের আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
আরও শুনুন: 22 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- কাবুল থেকে ভারতে ফিরছেন ৩০০ যাত্রী, মুখে স্লোগান ‘ভারত মাতা কি জয়’
আরও শুনুন: 21 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- তালিবানদের হাতে দীর্ঘক্ষণ আটক ১৫০ জন, ছিলেন বহু ভারতীয়
বিস্তারিত খবর:
1. আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই কথা জানিয়েছেন টুইট করেন, বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৈঠকের দিন ধার্য হয়েছে, ২৬ আগস্ট সকাল ১১টায়। সেইদিন সর্বদল বৈঠকে বসবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে আলোচনার বিষয়, তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভারতীয় বিনিয়োগ রক্ষা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে নানা বিষয়। এছাড়া, আগামীদিনে তালিবানের সঙ্গে সম্পর্ক কোন খাতে বইবে তা ঠিক করতে বিরোধী দলনেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
টুইটে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, সংসদে ফ্লোর লিডারদের আফগানিস্তান সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার জন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে বিস্তারিত জানাবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। আগস্টের ১৭ তারিখ মন্ত্রিসভার সঙ্গে একটি জরুরি বৈঠকে আফগানিস্তান থেকে তড়িঘড়ি ভারতীয়দের ফেরানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কাবুল বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ করছে নয়াদিল্লি। আফগান শিখ ও হিন্দুদেরও ফেরাচ্ছে ভারত সরকার। আফগানিস্তানে পরিকাঠামো নির্মাণে অন্তত ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছিল নয়াদিল্লি। এখন কোন খাতে বইবে কাবুল-নয়া দিল্লি সম্পর্ক সে বিষয়ে আলোচনা করতেই এবার বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে সরকার।
এদিকে দেশের নিরাপত্তা এবং বিদেশনীতি মেনে বৈঠকে যোগ দেবে এ রাজ্যের শাসকদল তৃণমূলও। সোমবার নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানালেন, এই কাজে ভারত সরকারের সঙ্গে যৌথভাবেই কাজ করবে রাজ্য।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।