১৯ আগস্ট ছিল পরীমণি মামলার শুনানি। ফের একদিনের রিমান্ডের নির্দেশ দেয় আদালত। এদিকে পরীমণি-কাণ্ডে এবার মুখ খুললেন বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা। কী বললেন আজমেরি হক বাঁধন?
মাদক সংক্রান্ত মামলায় জড়িয়ে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি এখন খবরের শিরোনামে। ১৯ আগস্ট আদালতে তোলার পর তাঁকে আরও এক দিন রিমান্ডে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশি হেফাজতে থাকাকালীন একাধিকবার পরীমণির সমর্থনে কথা বলেছেন বিদ্বজ্জনেরা। যাঁদের মধ্যে রয়েছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আব্দুল গফ্ফর চৌধুরী এবং সাহিত্যিক তসলিমা নাসরিন। আর এবার তাঁর পাশে দাঁড়ালেন বাংলাদেশের আরেক অভিনেত্রী, আজমেরি হক বাঁধন।
আরও শুনুন: মানুষ হিসেবে কেউ Pori Moni-র মতো মহান নয়, সোশাল মিডিয়ায় আবার সরব Taslima Nasrin
স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যদি দেশের মেয়েদের সঙ্গে এর চেয়ে ভাল ব্যবহার না করা হয়, তবে তা সত্যিই চিন্তার বিষয়। বললেন বাঁধন। পরীমণির সঙ্গে যা হয়ে চলেছে, তাকে ‘লজ্জাজনক’ এবং ‘অন্যায়’ বলেও দাগিয়ে দিলেন তিনি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, “আমার সহকর্মীর শারীরিক, মানসিক এবং পেশাগত সুস্থতা ও নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। যেহেতু আমি নিজেও একজন নারী, এই বিষয়টিতে আমি আরও বেশি করে লজ্জিত।”
আরও শুনুন: নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন Pori Moni, তাক লাগাবে তাঁর জীবনের গল্প
গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাড়িতে তল্লাশি চালায় র্যাব। মদ ও মাদক রাখার অভিযোগে গ্রেফতারও করা হয় তাঁকে। সেই থেকে পুলিশের হেফাজতেই রয়েছেন পরীমণি। বারবার জামিনের আবেদন করলেও তা গ্রাহ্য হয়নি। ১৮ আগস্ট এই মামলার শুনানি ছিল, যা একদিন পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার আদালতে তোলা হয় পরীমণিকে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালানোর জন্য আরও ৫ দিন সময় চেয়েছিল। এদিকে পরীমণির আইনজীবীও পুনরায় আবেদন করেন জামিনের জন্য। এই পরিস্থিতিতে পুলিশের কথাই মেনে নিয়ে জামিনের আবেদন নাকচ করে দিল আদালত। পরিবর্তে আরও এক দিন তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ পায় পুলিশ।
বাঁধন মনে করেন, সমগ্র বাংলাদেশে মেয়েদের অবস্থা ঠিক কেমন, এই সাম্প্রতিক ঘটনাটি আসলে তা-ই দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে। তিনি বলেছেন, “পরীমণি ঠিক কী করেছেন, কেন তাঁকে বারবার রিমান্ডে পাঠানো হচ্ছে, এর কিছুই আমরা সঠিক জানি না। কিন্তু মিডিয়া যেভাবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করছে তা মেনে নেওয়া যায় না।” পরীমণি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, এ কথা মনে করিয়ে দিয়ে বাঁধন বলেছেন, তিনি যদি সত্যিই কোনও অপরাধ করে থাকেন, তবে বিচারব্যবস্থার ওপরে আস্থা রাখা উচিত। কিন্তু আদালত কোনোরকম ঘোষণা করার আগেই মতামত দেওয়া নিয়ে যে তিনি বিরক্ত, তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন বাঁধন।
উল্লেখ্য, ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে সদ্য ফিরে এসেছেন বাংলাদেশের শক্তিশালী অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তিনিই প্রথম বাংলাদেশি অভিনেত্রী, যিনি কান-এর রেড কার্পেটে হাঁটলেন। সেখানে বিপুল প্রশংসিত হয়েছে বাঁধন-অভিনীত ‘রেহানা মারিয়ম নূর’ ছবিটি। আর সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজের নায়িকার ভূমিকায় অভিনয় করে বাঁধন এখন পশ্চিমবঙ্গের বাঙালির কাছেও রীতিমতো পরিচিত মুখ। এবার সহনাগরিক ও সহকর্মীর হয়েও মুখ খুললেন তিনি।