পাম্প করে ব্রেস্টমিল্ক নেওয়ার ছবি আপলোড করলেন ইনস্টাগ্রামে। আর তাতেই ঝড় উঠেছে নেট মহলে।
ওয়ান্ডার ওম্যান-কে চেনেন না এমন বেরসিক সিনেমাপ্রেমী আছেন নাকি! ইজরায়েলি এই অভিনেত্রী শুধু অভিনয়ই নয়, তাঁর সাহসী ও বলিষ্ঠ বক্তব্যে বারবার নজর কেড়েছেন। সম্প্রতি তাঁর আর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সুন্দরী এই অভিনেত্রী কাজের মাঝেই মেকআপ রুমে সদ্যোজাত বাচ্চাকে খাওয়ানোর জন্য ব্রেস্ট পাম্প করছেন। তিনি পরেছেন একটা সাদা রোব। ব্রেস্ট-মিল্ক সংগ্রহ করার সঙ্গে চলছে তাঁর হেয়ার স্টাইলিং। কাঁধের ওপর ফেলা আছে কেপ। ক্যাপশনে লিখেছেন, ‘নেপথ্যে মা হিসাবে, আমি’। মুখের হাসি বুঝিয়ে দিচ্ছে সংসার ও কাজ দুটোর মধ্যে ব্যালান্স করতে তিনি সমান স্বচ্ছন্দ। কাজের ফাঁকে বের করে নেওয়া সময়টা তিনি নষ্ট না করে বাচ্চাকে দিতে চান। বরাবরের মতোই গাদোতের এই সাহসী বার্তা প্রশংসিত হয়েছে নেটদুনিয়ায়। শুভেচ্ছা আর প্রশংসা বার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স।
আরও শুনুন: World Breastfeeding Week: সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান, ছবি পোস্ট করে TABOO ভাঙার ডাক অভিনেত্রীর
২০০৮-এ ইজরায়েলি আবাসন ব্যবসায়ী ইরোন ভারসানোর সঙ্গে গাল গাদোতের বিয়ে হয়। ড্যানিয়েলা ছাড়াও গালের আরও দুটো বাচ্চা রয়েছে। আলমা ভারসানো যার বয়স ৯ বছর, মায়া ভারসানো ৪ বছর। তেল আভিভে একটি বিলাসবহুল হোটেলের মালিক এই দম্পতি। ইনস্টাগ্রামের এই পোস্টে গাল বার্তা দিলেন মাতৃত্বের মতো বাচ্চাকে স্তন্যপান করনোও আর পাঁচটা কাজের মতোই স্বাভাবিক। সদ্যোজাত বাচ্চার জন্য তাকে স্তন্যপান করানোটাও রোজের কাজের একটা দিক আর এতে সঙ্কোচের কোনও কারণ নেই। বাচ্চারাও মায়ের কাজের জগতের সঙ্গে নিজেদের সুন্দর মানিয়ে নিয়েছে।
আরও শুনুন: ‘সবরকম শরীরই সুন্দর’, ছবি পোস্ট করে কেন এই কথা বললেন Swastika Mukherjee?
কর্মরতা মায়েদের বাচ্চাকে বাড়িতে রেখে কাজে বেরোতে হয়, তা নতুন কিছু নয়। তবে মায়েদের পক্ষে এই কাজটা বেশ কঠিন। এমন কিছু পেশাও আছে যেখানে মাতৃত্বের জন্য নির্ধারিত ছুটিও নেওয়া যায় না। তখন নতুন মাকে ঘর ও বাইরে দুদিকের কাজকেই সমান দক্ষতায় সামলাতে হয়। বাচ্চাকে কর্মক্ষেত্রে সঙ্গে রাখা বা তাকে ব্রেস্টফিড করানোর সুযোগ এখনও আমাদের দেশে সেভাবে শুরু হয়নি। তবে বিদেশে এই ব্যবস্থা রয়েছে।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।