করোনার ভ্যাকসিন সার্টিফিকেট। দুই-ই এখন প্রচণ্ড জরুরি। জানেন কী, এবার থেকে আপনার ফোনের হোয়্যাটসঅ্যাপেই পাওয়া যাবে করোনা টিকার সার্টিফিকেট? তাও মাত্র কয়েক সেকেন্ডে! কীভাবে? আসুন, জেনে নেওয়া যাক।
করোনার ভ্যাকসিন নিয়েছেন। অথচ সার্টিফিকেটের দেখা নেই। এতদিন সংবাদপত্রে পড়ে আসছিলেন ভুয়ো টিকা কাণ্ডের খতিয়ান। এখন আপনার নিজের ভ্যাকসিনটিই আসল না নকল, তা ভাবতে ভাবতে মাথার চুল ছেঁড়ার জোগাড়! আর যাঁরা ওয়েব দুনিয়ায় যাতায়াতে স্বচ্ছন্দ নন, তাঁদের তো আরও মুশকিল! ঠিকঠাক সাইটে পৌঁছনো, একের পর এক নির্দেশ পালন করে সার্টিফিকেট নামানো, মুখের কথা!
আরও শুনুন: Vaccine নেওয়ার আগে এবং পরে কোন কোন ওষুধ খাবেন না, জেনে রাখুন
আশা করা যাচ্ছে, এবার সব চিন্তা থেকে মুক্তি। সৌজন্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা। যাঁরা করোনা টিকা নিয়েছেন, তাঁরা এবার থেকে হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে পাবেন টিকার শংসাপত্র। রবিবার এই ঘোষণা করেছে মন্ত্রক। একটি নির্দিষ্ট নম্বরে মেসেজ করলে সঙ্গে সঙ্গে শংসাপত্র পৌঁছে যাবে ব্যবহারকারীর হোয়্যাটসঅ্যাপে। আলাদা করে আর অন্য কিছু করার দরকার পড়বে না, বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও শুনুন: রাজ্যে হানা দিল Delta Variant, ভ্যাকসিন নেওয়া থাকলে কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, এখন ভিন রাজ্যে যেতে গেলেই দেখাতে হবে ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র। এমনকি, নিজের রাজ্যেও কোথাও বেড়াতে গেলে ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া মিলবে না হোটেলের বুকিং। বিভিন্ন প্রতিষ্ঠানও নিরাপত্তার জন্য কার্যকর করছে এই নিয়ম। সুতরাং সার্টিফিকেটটি তাড়াতাড়ি হাতে আসা জরুরি। যান্ত্রিক গোলযোগের কারণে অনেক সময় CoWIN ভ্যাকসিনেশন পোর্টাল থেকে এই শংসাপত্র পেতে দেরি হত। সেখানে হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে শংসাপত্র হাতে আসতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ বলে ঘোষণা করেছেন। তিনি টুইট করে জানিয়েছেন, প্রযুক্তির সাহায্য নিয়ে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনকে সহজ করতে চাইছেন তাঁরা। এবার তিনটি সহজ ধাপ পেরিয়েই ‘মাইগভ করোনা হেল্প ডেস্ক’-এর মাধ্যমে পাওয়া যাবে কোভিড-১৯ ভ্যাকসিনের শংসাপত্র।
কী কী ধাপ? আসুন, জেনে নেওয়া যাক।
আরও শুনুন: Reserve Bank of India: আগস্ট থেকে নতুন নিয়ম ব্যাংকে, বাউন্স করতে পারে চেক
প্রথমত, সেভ করে নিন ৯১ ৯০১৩১৫১৫১৫ নম্বরটি।
দ্বিতীয়ত, ‘কোভিড সার্টিফিকেট’ লিখে একটি মেসেজ পাঠান এই নম্বরে।
এরপর একটি ওটিপি আসবে আপনার ফোনে। সেই ওটিপি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে শংসাপত্র।
একটি টুইটে এই পদক্ষেপকে ‘সহজ এবং দ্রুত’ বলে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। যদিও কিছু মানুষ জানিয়েছেন, এই পদ্ধতিতে চটজলদি সার্টিফিকেট এলেও, তাতে ভুল ত্রুটি থেকে যাচ্ছে। সুতরাং, এই পদ্ধতি কতখানি সুবিধাজনক হতে চলেছে, সময়ই তার উত্তর দেবে।