রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম। কার্যকরী চলতি মাসের গোড়া থেকেই। একদিকে বাড়ছে সুবিধে, তেমনি আবার এই নিয়মের জন্যই বাউন্স করতে পারে চেকও। টাকাপয়সার ব্যাপার বলে কথা! বিশদে শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।
চেক ভাঙাবেন? এদিকে সোম থেকে শুক্র, রোজই অফিসের তাড়া! কোনওমতে সময় ম্যানেজ করে ছুট দিতে হয় ব্যাংকে। কিংবা ধরুন, এমন দিনে চেক হাতে পেলেন, সেটা হয়তো রবিবার বা কোনও ছুটির দিন। চেক ভাঙানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ব্যাংকের পরবর্তী কর্মদিবস পর্যন্ত। আর চিন্তা নেই, এবার সব অপেক্ষার অবসান। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এল একগুচ্ছ নতুন নিয়ম। আগস্ট মাসের প্রথম থেকেই কার্যকরী হচ্ছে এইসব নিয়ম। শুনে নিন এর ফলে কী কী সুবিধা পেতে চলেছেন গ্রাহকেরা।
আরও শুনুন: SIM Binding: অনলাইন প্রতারণা রুখতে নয়া ফিচার আনল SBI
নিজেদের চেকবুকটির ওপরে যাঁদের মারাত্মক আস্থা, এই নতুন নিয়মে বেশ লাভবান হবেন তাঁরা। এখন থেকে দিনে ২৪ ঘণ্টাই কাজ করবে National Automated Clearing House। সরকারি ব্যাংক হোক কি বেসরকারি, সব ক্ষেত্রেই বলবৎ হবে এই নিয়ম। এর ফলে চেক ভাঙানোর জন্য আর নিজের কাজের রুটিন পরিবর্তন করার দরকার পড়বে না। এখন থেকে চেক ভাঙানো যাবে যে কোনও ছুটির দিনেও, এমনকী রবিবারেও। এই নিয়মের ফলে বাড়তি সুবিধা হল, এখন থেকে চেক ভাঙাতে আগের চেয়ে সময়ও লাগবে কম।
আরও শুনুন: স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে চান? জেনে রাখুন এই বিষয়গুলো
তবে হ্যাঁ, একটা চিন্তা কিন্তু থাকছেই। আগে যেহেতু উইকএন্ডে চেক ভাঙানোর কোনও সুযোগই ছিল না, ফলে ছুটির দিনের আগে চেক ইস্যু করলে ব্যাংকে প্রয়োজনীয় টাকা জমা দেওয়ার বাড়তি সময় পাওয়া যেত। এই নতুন নিয়ম চেকের প্রাপককে তাড়াতাড়ি টাকা হাতে পাওয়ার সুযোগ করে দিচ্ছে ঠিকই, কিন্তু সময়মতো চেকের সমপরিমাণ টাকা জমা না করলে বাউন্স করতে পারে চেক। আর চেক বাউন্স করা মানেই ফাইন হিসেবে দিতে হবে বাড়তি টাকা।
আরও শুনুন: e-RUPI: ক্যাশলেস লেনদেনে কী কী সুবিধা পাওয়া যাবে? জেনে রাখুন
দিনের ২৪ ঘণ্টা NACH চালু থাকার ফলে আরও সুবিধা বাড়বে গ্রাহকদের। National Payments Corporation of India বড়সড় লেনদেন করার সিস্টেম হিসেবে একে ব্যবহার করে। অর্থাৎ মাসের বেতন, পেনশন, তা ছাড়া সুদ, ডিভিডেন্ড ইত্যাদি সবকিছুই চলে এর মাধ্যমে।
বিস্তারিত জেনে নিন প্লে-বাটন ক্লিক করে।