৪১ বছর পর অলিম্পিকে পদক ভারতীয় হকি দলের। কুস্তিতে রুপো জয়। পুজোর পরে খুলতে পারে স্কুল। পেগাসাস ইস্যুতে তৎপর সুপ্রিম কোর্ট। পর্যাপ্ত টিকার দাবিতে ফের মোদিকে চিঠি মমতার। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতায় বন্ধ কোভিশিল্ড টিকাকরণ। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. শেষবার ১৯৮০’র অলিম্পিকে সোনা জিতেছিল ভারত। বিশ্ব মঞ্চে সেটাই ছিল ভারতের শেষ বড় সাফল্য। ৪১ বছরের খরা কাটল শ্রীজেশদের হাত ধরে। বৃহস্পতিবার ব্রোঞ্জ মেডেল ম্যাচে টানটান লড়াই শেষে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিকে এটাই ভারতের পঞ্চম পদক। ভারতীয় হকি দলের এই সাফল্যকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও।
একই দিনে ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে দেশকে রুপো এনে দিলেন রবি কুমার দাহিয়া। দুরন্ত লড়াই করেও ফাইনালে রাশিয়া অলিম্পিক কমিটির প্রতিযোগীর কাছে ৪-৭ ব্যবধানে হেরে গেলেন রবি। এদিকে, ব্রোঞ্জ মেডেল ম্যাচে সান মারিনোর প্রতিযোগীর কাছে শেষ মুহূ্র্তের ভুলে হেরে গেলেন ভারতের কুস্তিগির দীপক পুনিয়া।
2. করোনার তৃতীয় ঢেউ সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমেরিকা থেকে নবান্নে পৌঁছলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “রাজ্যে এই মুহূর্তে করোনা মোকাবিলার সবরকম পরিকাঠামো রয়েছে। আমাদের হাতে অক্সিজেন আছে, টেস্টিংয়ের সবরকম ব্যবস্থা রয়েছে। গ্রামাঞ্চলেও সবরকম সুবিধা আছে। এবার সংবাদমাধ্যমের দায়িত্ব, এই প্রস্তুতির খবর সকলের কাছে পৌঁছে দেওয়া। যাতে সকলে সময়মতো অসুস্থ হলেই চিকিৎসা করাতে পারেন।”
করোনার আক্রমণে বাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছরেও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট ২ শতাংশেরও কম। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “পরিস্থিতি বিবেচনা করে পুজোর পর পর্যায়ক্রমে স্কুল-কলেজ খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। অলটারনেটিভ দিনে ক্লাস করানো হবে। নজর দেওয়া হবে যাতে কঠোরভাবে বিধি নিষেধ পালন করা হয়।” যদিও পড়ুয়াদের সুরক্ষার দিক বিবেচনা করেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।