মুঠোফোনে এখন ধরা থাকে জগৎ। নিজেদের স্মার্ট হতে গেলে আগে চাই স্মার্টফোন। যা কিনা আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির থেকেও যেন গুরুত্বপূর্ণ। এ হেন বস্তুটি যখন কাছ ছাড়া হয়, চোখে সর্ষে ফুল দেখা ছাড়া আর কোনও উপায় থাকে না। স্মার্টফোন চুরি হয়ে গিয়েছে, কথাটা যেন বিনা মেঘে বজ্রপাত। তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। অ্যান্ড্রয়েড বা আইফোন হারিয়ে গেলেও খুব সহজেই তা খুঁজে পাওয়া সম্ভব।
হারানো স্মার্টফোন খুঁজে পাওয়ার এখন একাধিক উপায় রয়েছে। যদিও, তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোন অন থাকতে হবে। তবে, হারিয়ে যাওয়া ফোন বন্ধ অর্থাৎ সুইচড অফ থাকলেও তা খুঁজে পাওয়া সম্ভব। যদিও সেই ফোন খোঁজার প্রক্রিয়া একটু জটিল। কিন্তু, আপনি চাইলেই তা করতে পারেন। স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হওয়ার পরও যদি সুইচড অফ থাকে, তাহলে তা খুঁজে পাওয়ার পদ্ধতি জেনে নিন।
আরও পড়ুন – রাজ্যে হানা দিল Delta Variant, ভ্যাকসিন নেওয়া থাকলে কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে?
হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়ার জন্য সেরা টুল – ‘ফাইন্ড মাই আইফোন’। আইক্লাউড.কম ওয়েবসাইট থেকে ‘ফাইন্ড মাই আইফোন’ টুল ব্যবহার করা যাবে। প্রথমে নিজের Apple অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে অল ডিভাইস অপশনটি সিলেক্ট করুন। এবার নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। তার পরে একটি ম্যাপের উপরে আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে, তা দেখিয়ে দেবে এই টুল। আপনিও খুব সহজেই হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাবেন।
আরও শুনুন – e-RUPI: ক্যাশলেস লেনদেনে কী কী সুবিধা পাওয়া যাবে? জেনে রাখুন
এবার শোনা যাক, হারিয়ে যাওয়া আন্ড্রয়েড ফোন খুঁজে পাবেন কী ভাবে?
এই পদ্ধতিটাও বেশ সহজ। অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস খুঁজে পাওয়া সম্ভব। স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইট খুলুন। তার পরে নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। যে ডিভাইসটি হারিয়ে গিয়েছে, কেবল মাত্র সেটিই সিলেক্ট করুন। ম্যাজিকের মতো ম্যাপের উপরে নিজের ফোনের লোকেশন দেখতে পাবেন। আপনার আশপাশে ফোনের লোকেশন দেখালেই, ‘প্লে সাউন্ড’ অপশনটি সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করলে একটানা ৫ মিনিট আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং হতে থাকবে। এমনকি ‘ডু নট ডিসটার্ব’ মোডে থাকলেও, এই অপশনে ফোন বাজতে থাকবে।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।