শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার প্রেসিডেন্সি। দাবি, বহিরাগতদের অভব্যতার শিকার এক ছাত্রী। বড় দায়িত্ব পেলেন RBI-এর প্রাক্তন গর্ভনর। এবার প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস। রাবড়ি-রাজভোগে সর্বহারাদের সিপিএমের সম্মেলন। মোহনবাগানে ভোটের দামামা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার প্রেসিডেন্সি। অভিযোগ, বহিরাগতদের অভব্যতার শিকার হয়েছেন এক ছাত্রী। তার জেরে বাতিল হল কলেজের সঙ্গীতানুষ্ঠান। জানা গিয়েছে, ছাত্র সংগঠন আইসির তরফে নবীন বরণের অনুষ্ঠান ‘আইকন’ চলছিল। স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী মঞ্জিষ্ঠা বসুর অভিযোগ, ওই অনুষ্ঠানের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অহন কর্মকার গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে অহনের বিরুদ্ধে। তা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে মঞ্চে দুপক্ষের বাকবিতণ্ডা, হাতাহাতি শুরু হয়। শুক্রবার রাতভর এনিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল তপ্ত। শনিবারও থমথমে রইল প্রেসিডেন্সি। একইসঙ্গে ফের বহিরাগত প্রবেশ নিয়ে উঠল প্রশ্ন।
2. ট্যাংরা কাণ্ডের পরতে পরতে রহস্য। একই পরিবারের তিনজনকে খুনে পুলিশের সন্দেহের তির পরিবারের ছোট ছেলে প্রসূন দে-র দিকে। যদিও বড় ছেলে প্রণয় দে-কেও সন্দেহের আওতা থেকে বাদ দিচ্ছে না পুলিশ। তার মূল কারণ হাসপাতালে শুয়ে প্রণয় ও প্রসূনদের অসঙ্গতিপূর্ণ বয়ান। প্রসুন একবার পুলিশকে জানান, তাঁর দাদা তাঁর স্ত্রী ও কিশোরী মেয়েকে খুন করেছেন। আবার প্রণয় পুলিশ আধিকারিকদের বলেন, তাঁর স্ত্রীকে খুন করেছেন ভাই প্রসূন। আবার কখনও বা প্রসূন বক্তব্য পালটে বলেন, তিনিই খুন করেছেন সবাইকে। সেই ক্ষেত্রে প্রণয় ও প্রসূন যে যাঁর স্ত্রীকে খুন করেছেন, এমন সম্ভাবনা পুলিশ উড়িয়ে দিচ্ছে না। আবার কিশোরী মেয়ে প্রিয়ংবদাকে কে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাইয়ে খুন করেছেন, তা নিয়েও দুই ভাইয়ের বক্তব্যের মধ্যে বিস্তর অসঙ্গতি। পাশাপাশি তদন্তে এও জানা গিয়েছে, প্রমাণ লুকোতে বহুতলে থাকা ২২টি সিসি ক্যামেরার তারের সংযোগ কেটে দেওয়া হয়। ঘটনা ঘটানো হয়েছে অন্ধকারে। এছাড়া সকাল থেকে বন্ধ করে রাখা হয় বাড়ির প্রত্যেকের মোবাইল। ফলত, বাড়ির দুই বধূ ও কিশোরী মেয়েকে যে বেশ কয়েকদিন ধরে নিখুঁত ছক কষে খুন করা হয়েছে, সেই ব্যাপারেই প্রায় নিশ্চিত পুলিশ আধিকারিকরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।