চুরি করতে দিতেই হবে। এমনটা দাবি, খোদ চোরের। নাহলে বড় বিপদ হতে পারে। এমন দাবিও রেখেছে সেই চোর। হুমকির চিঠি দেখে চক্ষু চড়কগাছ সকলের। কোথায় ঘটেছে এমন কাণ্ড? আসুন শুনে নেওয়া যাক।
সিনেমা হোক বা বাস্তব, নানারকম অদ্ভুত চুরির কথা হামেশাই শোনা যায়। মূল্যবান রত্ন থেকে দুষ্প্রাপ্য জিনিস– কত কিছু চুরির কাহিনি উঠে আসে সেইসব ছবির গল্পে। কিন্তু এই ঘটনা হার মানিয়েছে যে কোনও চুরি-র সিনেমাকে। কারণ এখানে চোর নিজে থেকে দাবি জানিয়েছে, তাকে শান্তিতে চুরি করতে দিতে হবে। অন্যথায় বড় ক্ষতি করবে সে।
:আরও শুনুন:
কোটি কোটি টাকার লোভ নেই! কোনও চোরের নজর খেলনায়, কেউ সন্তুষ্ট ফলের রসেই
বিষয়টা হালকার উপর দিয়ে মেনে নেওয়ার মতো নয়। বরং এই কাণ্ড রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার বাসিন্দাদের কাছে। এমনিতে চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য বলতে একটাই, চুরি করা হয় গোপনে আর ডাকাতি সকলকে জানিইয়ে, ভয় দেখিয়ে। এই চোর অবশ্য দুই ধরনকে মিলিয়েছে। তার দাবি, শান্তি চুরি করতে দিতে হবে, নাহলে খুন পর্যন্ত করতে পারে সে। ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরের। চিঠির আকারে লেখা হুমকি সবার প্রথমে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে দেখা যায়। কে ফেলেছে সেই চিঠি, কখন ফেলা হয়েছে, সেসব কেউ জানে না। তবে ব্যাপারটা যে গুরুতর তা ভেবেই নেন সকলে। আসলে, এর আগেও একইরকম কাণ্ড হয়েছে ওই এলাকায়। নেপথ্যে কে, সে হদিশ মেলেনি। তবে এই ধরনের হুমকির পরেই এলাকায় বড় চুরির ঘটনা ঘটেছে। তাই নতুন করে আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। সকলেই একপ্রকার সিদ্ধান্ত নিয়েছে রাত জেগে পাহারা দেওয়ার। যতই প্রাণনাশের হুমকি থাকুক, নিশ্চিন্তে ঘরে বসে থাকতে নারাজ সকলেই।
:আরও শুনুন:
বচ্চনের বিগ ফ্যান! ফলাও করে সবাইকে জানাতে গিয়েই ধরা পড়ে গেল চোর
যদিও এই ঘটনায় পুলিশের পর্যবেক্ষণ একেবারেই আলাদা। প্রশাসন মনে করছে, এমনটা নেহাতই মজা করে কেউ করেছে। সন্দেহ, কোনও খুদে এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে। কারণ, জেনেবুঝে কোনও চোর এমন কাণ্ড ঘটাবে না বলেই ধারণা পুলিশের। একথা বলাই বাহুল্য, এই ধরনের হুমকি দেখলে এলাকাবাসী বিশেষভাবে সচেতন হয়ে থাকবে। তাতে চুরি করায় শান্তি না মেলাই দস্তুর। বরং এতটাই অসুবিধা হয়ে যাবে যে চুরির পরিকল্পনাই না বাতিল করতে হয়। তাই এতটাও গুরুত্ব না দিয়ে বিষয়টাকে হালকা ভাবেই নিতে চেয়েছেন ওই এলাকার পুলিশ আধিকারিকরা। তবে সত্যিই যদি এর নেপথ্যে বড় অপরাধীর হাত থাকে, তবে সেটাও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস পুলিশের।