ভাষা দিবসের অনুষ্ঠানে প্রতুল-স্মরণ। বাঙালি অস্মিতা মনে করিয়ে মমতার কণ্ঠে ‘জয় বাংলা’। ছাব্বিশের ভোটের আগে নবান্নে আইপ্যাক কর্তা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রতীক জৈনের। ট্যাংরাকাণ্ডের নেপথ্যে উচ্ছৃঙ্খল জীবনযাপন? সন্দেহ পুলিশের। বহিষ্কৃত ভারতীয়দের হাতকড়া ছাড়াই ফেরাচ্ছে আমেরিকা। মোদি-ট্রাম্প কথার পর বিবৃতি কেন্দ্রের। শেখ হাসিনাহীন বাংলাদেশে বদলাল ভাষা দিবসের রীতি। রাষ্ট্রপতি থাকাকালীন শহিদ মিনারে গেলেন না ইউনুস।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ২০২৫ ভাষা দিবসের অনুষ্ঠান প্রতুল মুখোপাধ্যায়কে উৎসর্গ করল রাজ্য সরকার। শুক্রবার দেশপ্রিয় পার্কের ‘অমর একুশে’ মঞ্চে প্রয়াত সঙ্গীতকারের ছবি রেখে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানের শুরুতে গাওয়া হয় রাজ্য সঙ্গীত। মঞ্চে প্রতুলবাবুর স্ত্রীকেও মুখ্যমন্ত্রীর পাশেই দেখা যায়। গাওয়া হয় প্রতুল মুখোপাধ্যায়ের ‘বাংলায় গান গাই’ গানটিও। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠে প্রতুল মুখোপাধ্যায়ের জীবনের শেষ কয়েকদিনের কথা বলেন। সঙ্গীতকারকে জয় গোস্বামী শ্রদ্ধা জানিয়েছেন কবি ভাস্কর চক্রবর্তীর ‘বাংলা’ কবিতাটি পাঠ করে। কবি শ্রীজাত পড়েন প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে লেখা তাঁর নতুন কবিতা। তবে কলকাতায় রাজ্য সরকারের ভাষা দিবসের অনুষ্ঠানে নাম না করেও বাংলাদেশের সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় তাঁকে। সবমিলিয়ে বাংলার প্রসঙ্গ ধরে ওপার বাংলাকে স্পষ্ট ইঙ্গিত করেছেন মমতা।
2. ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জল্পনা উসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রতীক জৈন। জানা যাচ্ছে, নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন। তবে তাঁদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা অজ্ঞাত। ওয়াকিবহাল মহলের ধারণা, ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতেই উভয়ের আলোচনা হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে বাংলায় এখনও তৃণমূল কংগ্রেসের ভোটের কৌশল আইপ্যাকের পরামর্শ নেওয়া হয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রতীক জৈনের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে মমতার সঙ্গে প্রতীকের আলোচনা হয়ে থাকতে পারে বলে জল্পনা। মনে করা হচ্ছে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। দলের সুপ্রিমোর নির্দেশে এখনি সক্রিয়তা বাড়াচ্ছেন সদস্যরা। কারণ, ছাব্বিশের দলের জয়ের টার্গেট আড়াইশো দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই লক্ষ্যে একাধিক রণকৌশলও নেওয়া হচ্ছে। তারই একটি অংশ সম্ভবত মমতা-প্রতীক সাক্ষাৎ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।