দুই বিষয়ের সেন্সর-কোপ বেশ মজাদারই। একদিকে ওটিটি-র কন্টেন্টে খোলামেলা প্রকাশ। অন্যদিকে সেন্সরের শক্ত গেরো। যদিও এ ছবি রোম্যান্টিক কমেডি। তবু সেন্সর আর সেন্সরহীনতার মধ্যে ব্যবধান যে ক্রমশ বাড়ছে, তা এই ঘটনা থেকে অনুমান করে নেওয়া যায়।
‘মহিলাকণ্ঠে শীৎকার’ থেকে ‘মোদিজি’। দুই নারী হাতে তরবারি আর তার ঠিক মাঝখানে পড়েছে এই দুটো বিষয়। আপাত ভাবে মনে হতে পারে যে, চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য শ, রুমালের মা মিলে হয়ে গেল চশমা। আদতে শীৎকার আর মোদিজির কোপ মিলে হয়ে দাঁড়াল অর্জুন কাপুরের ‘মেরে হাজবেন্ড কি বিবি’। সম্প্রতি সেন্সর বোর্ড সে সিনেমার যে দুটো বিষয়ে কাঁচি চালিয়েছে, তার মধ্যে উল্লেখ্য এই দুটি।
ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে আছেন রকুল প্রীত সিং ও ভূমি পেড়নেকর। নাম দেখেই মালুম গল্পের কোন দিকে। তা সেখানেই একটি দৃশ্য ছিল, যেখানে বেশ জোরেই ভালোবাসার শব্দ প্রকাশ করেন রকুল। অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে তাঁর এই শীৎকার এসেছিল দৃশ্যের প্রয়োজনেই। আওয়াজের উদ্দেশ্য ছিল, ভূমির চরিরটিকে ঈর্ষান্বিত করে তোলা। কিন্তু তা নাকচ করেছেন সেন্সর কর্তারা। তাঁদের দাবি, এই শব্দের প্রাবল্য কমাতে হবে। অন্তত ৫০ শতাংশ কমানোর নিদান দেওয়া হয়েছে। প্রায় একই ভাবে কোপ পড়েছে ‘মোদিজি’ শব্দটিতেও। সংলাপ থেকে সেটি বাদ দিয়ে সরকার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই বিষয়ের সেন্সর-কোপ বেশ মজাদারই। সরাসরি প্রধানমন্ত্রীর নাম নেওয়া বা তাঁকে সংলাপে ব্যবহার না করার পক্ষে যুক্তি মেলে। তবে, একটি বিশেষ দৃশ্যের মহিলা শীৎকারের শব্দ কেন কমানো হল, তার ব্যাখ্যা মেলে না। একদিকে ওটিটি-র কন্টেন্টে খোলামেলা প্রকাশ। অন্যদিকে সেন্সরের শক্ত গেরো। যদিও এ ছবি রোম্যান্টিক কমেডি। তবু সেন্সর আর সেন্সরহীনতার মধ্যে ব্যবধান যে ক্রমশ বাড়ছে, তা এই ঘটনা থেকে অনুমান করে নেওয়া যায়। দর্শক হলে যা দেখেন আর ব্যক্তিগত স্তরে যা দেখতে অভ্যস্ত, তার মধ্যে ফারাক বেশ অনেকখানি। এতে কি হলে সিনেমা দেখায় প্রভাব পড়তে পারে? নাকি যেখানে অনেকে সিনেমা দেখছেন একসঙ্গে, সেখানে একটা সাধারণ নিয়মাবলি থাকাই বাঞ্ছনীয়! একই গেরো রাজনৈতিক ছবির ক্ষেত্রেও। কিছুদিন আগে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন খোদ কঙ্গনা রানাউত। অতএব সেন্সরের নিয়ম মেনে নিলেও, দর্শকের রুচির বদল আর সেই নিয়ম নিয়ে তুল্যমূল্য আলোচনার অবকাশ থেকেই যায়। যদিও ছবির নির্মাতা সেন্সরের সব দাবিই মেনে নিয়েছে। ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি।