ভোটের পর মুছে দেওয়া যাবে না ইভিএমের তথ্য। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আখনুর সেক্টরে সেনা অভিযানে আইইডি বিস্ফোরণ জঙ্গিদের। শহিদ ২ জওয়ান। নবান্নে হাজির প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর। দ্রুত নিষ্পত্তি জরুরি, জানাল কলকাতা হাই কোর্ট। আগামী ১৫ ফেব্রুয়ারি এক্সিকিউটিভ কমিটির মিটিং মোহনবাগানের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ভোটের পর ইভিএমের কোনও তথ্য মুছে দেওয়া নয়। ইভিএম সংক্রান্ত এক মামলায় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআরের তরফে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছিল, ভোটের পরও ইভিএমে সংরক্ষিত নথি খতিয়ে দেখা নির্বাচন কমিশনের অবশ্যকর্তব্য কাজের তালিকায় সংযুক্ত করা উচিত। খতিয়ে দেখা উচিত, ওই ইভিএমে এমন কিছু আছে কিনা, যার মাধ্যমে হ্যাক করা হতে পারে। এডিআরের দাবি, ভোটের পর ইভিএমের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই পরীক্ষা করা উচিত। সেটা নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP-তে যুক্ত করা হোক। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি ওঠে। প্রধান বিচারপতি শুনানি চলাকালীন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, “দয়া করে ইভিএমের তথ্য এখন ডিলিট করবেন না বা রিলোড করবেন না। আমরা চাই অন্তত কেউ ওই তথ্য পরীক্ষা করে দেখুক।” সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের অর্থ, আপাতত কমিশনকে ভোট সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে। যেভাবে কমিশনকে ভোটের তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হল, তাতে বিরোধীদের কারচুপি তত্ত্ব আরও জোরাল হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
2. জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণে শহিদ দুই সেনা জওয়ান। এক্স হ্যান্ডেলে সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, আখনুর সেক্টরে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিল ভারতীয় সেনার একটি দল। সেই সময় লালেয়ালি নামের একটি জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতেই মৃত্যু হয়েছে ২ সেনা জওয়ানের। এই ঘটনার পরেই ওই এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়। জঙ্গিদের খোঁজে এবং বিস্ফোরক উদ্ধারে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।