পয়সা দিলে কী না হয়! কিন্তু তাই বলে প্রেমও মিলবে? শুনতে অবাক লাগলেও এমনটাই হচ্ছে। এর আগে নিজেকে ভাড়ার প্রেমিক হিসেবে দাবি করে চর্চায় এসেছিলেন এক ভারতীয় যুবক। এবার খোঁজ মিলল এমন এক অ্যাপের, যেখানে সত্যি সত্যি ভাড়ায় প্রেমিক-প্রেমিকা মিলছে। আসুন শুনে নেওয়া যাক।
ভালোবাসার মাস। চারিদিকে বসন্তের ফুল। যেদিকেই তাকাও, সবাই ঘুরছে জোড়ায় জোড়ায়। তাই বলে কি কেউ একা নেই? আলবাত আছে। সোশাল মিডিয়ায় তাদের উজ্জ্বল উপস্থিতি টের পাওয়া যায়। বিরহ যন্ত্রণা, একা থাকার দুঃখ সবাইকে বলে বেড়ান তাঁদের অনেকেই। সেই সমস্যা মেটাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে এই সংস্থা। তৈরি হয়েছে এমন এক অ্যাপ, যেখানে সুলভ মূল্যে মিলতে পারে প্রেম!
অবাক হচ্ছেন? এমনটাই কিন্তু হচ্ছে। এমনিতে বাজারচলতি ডেটিং অ্যাপের কমতি নেই। সেখানে পছন্দ অপছন্দের বিষয় থাকলেও, সরাসরি প্রেমের জন্য টাকা দিতে হয় না। তবে এক্ষেত্রে টাকা দিলেই মিলবে সেই সুবিধা। সবথেকে আশ্চর্যের বিষয় হল, এমন ব্যবস্থা চালু দীর্ঘ ৬-৭ বছর ধরে। প্রথমে চিন, তারপর একে একে জাপান, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে এই ব্যবস্থা চালু হতে দেখা যায়। ধরণটা এক্কেবারে ডেটিং অ্যাপের মতো। অর্থাৎ ছবি দেখে বেছে নিতে হবে পছন্দের মানুষ। তারপর নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ায় মিলবে সেই প্রেমিক বা প্রেমিকা। তবে শর্ত একটাই, কোনওভাবে যৌনতা বা যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ করা যাবে না ওই ব্যক্তির সঙ্গে। শর্তে রাজি হলেই তবেই হাজির হবেন ভালবাসার মানুষ।
আসলে, বিশেষ দিনে একা কাটানোর মতো সমস্যায় ভোগেন অনেকেই। তাঁদের কথা ভেবে এই ব্যবস্থা। তাই যারা ভাড়ায় প্রেমিক বা প্রেমিকা জুটিয়ে ফেলেন, তাঁরা স্রেফ ঘোরা বা গল্প করেই সময় সময় কাটান। অবশ্য সময়টাও যে অবিরাম তা নয়। চিনের চলতি হিসাবে ২০ মিনিটের জন্য ভাড়ায় প্রেমিক মেলে। জাপানেও খানিকটা তেমন নিয়ম। শোনা যাচ্ছে, গতবছর থেকে ভারতেও এমন ব্যবস্থা চালু হয়েছে। যদিও চিন বা জাপানের মতো হুবহু এক জিনিস নয়। মোটের উপর খানিকটা সামাজিক মাধ্যম হিসেবেই এই ধরনের অ্যাপ রয়ে গিয়েছে ভারতে। সেখানে বন্ধুতার কথাই প্রচার করা হয় বেশি। কিন্তু তাতে কী! একা থাকার চেয়ে একজন বন্ধু থাকাও ঢের ভালো, মনে করেন অনেকে। তাতে টাকা খরচ করতেও আপত্তি নেই। তাই ভ্যালেন্টাইন সপ্তাহের আবহে নতুন করে চর্চায় ফিরেছে ভাড়ায় প্রেমের বিষয়টি।