প্রতি বাজেটে বদলে যায় অর্থমন্ত্রীর শাড়ি। কখনও বাংলা, কখনও ওড়িশা, কখনও আবার অন্য কোনও রাজ্যের শিল্প প্রাধান্য পায়। এবারের বাজেটে অর্থমন্ত্রীর শাড়িতে রয়েছে বিহারের মধুবনি শিল্পের কাজ। কিন্তু এই বিবর্তনের নেপথ্যে আদৌ কোনও বিশেষ কারণ রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
অপেক্ষা শেষে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। আয়করে বিশেষ ছাড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কৃষি, শিল্প নানা ক্ষেত্রে হতে চলেছে বিনিয়োগ। তবে বিশেষজ্ঞদের মতে, এই বাজেটে অনেকটাই গুরুত্ব পেয়েছে মধ্যবিত্ত। সেই নিয়ে আলোচনা চলছে, চলবে। তবে এই আবহে আরও একটা বিষয় চর্চার কেন্দ্রে। কথা বলছি, অর্থমন্ত্রীর বাজেটসজ্জা নিয়ে।
২০১৯ থেকে পর পর অর্থমন্ত্রী হিসেবে বাজেট ঘোষণা করছেন নির্মলা সীতারমণ। প্রতিবারই আলাদা শাড়িতে বাজেট পেশ করতে দেখা গিয়েছে তাঁকে। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকে সম্মান জানাতেই এমনটা করে থাকেন অর্থমন্ত্রী। তবে স্রেফ এটাই কারণ নয়। অনেকেই দাবি করেন, বাজেটে কোন ক্ষেত্রে জোর বাড়বে সেই ইঙ্গিতও মেলে অর্থমন্ত্রীর শাড়িতে। এবারের অধিবেশন কথাই ধরা যাক। ২০২৫ বাজেট অধিবেশনে নির্মলার পরনে ছিল সাদা কাসাভু শাড়ি। তার সোনালি পাড়ে মধুবনি কাজ। বলা হচ্ছে, বিহারের নিজস্ব এই শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এমন সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তবে চলতি বছরেই বিহারে নির্বাচন। সম্ভবত সে কারণে মধুবনী শাড়ি বেছে নিয়েছেন নির্মলা, এমনটাও দাবি করেছেন কেউ কেউ। এমনকি বাজেটে বিহারকেই ঢেলে উপহার দিয়েছেন অর্থমন্ত্রী সেই দাবিও তুলছে বিরোধী শিবিরের অনেকেই। কিন্তু প্রতিবার কী এমনটাই হয়?
ইতিহাস অবশ্য তা বলছে না। সুতরাং ধরে নেওয়া যেতে পারে, দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকে সম্মান জানাতেই প্রতিবছর বিশেষ শাড়িতে দেখা যায় অর্থমন্ত্রীকে। গত বাজেটে তাঁর পরনে ছিল নীল রঙের তসর। তার উপরে সাদা সুতোয় নকশি কাঁথার সেলাই। তার আগে অর্থাৎ ২০২৩ সালের বাজেটে লাল রঙের সিল্ক শাড়িতে দেখা গিয়েছে অর্থমন্ত্রীকে। কালো ও সোনালি পাড়ের ওই শাড়ি নিয়েও বেশ চর্চা হয়েছিল। ২০২২ সালে ওড়িশার বোমকাই শাড়িতে বাজেট পেশ করেছিলেন নির্মলা। বাদামী এবং মেরুন মেশানো শাড়িতে ছিল সাদা পাড়। ২০২১ আবার দক্ষিণের পোচামপল্লি শিল্প পরেছিলেন অর্থমন্ত্রী। লাল রঙের সেই শাড়ি তেলেঙ্গানা তৈরি, সেখানকারই ঐতিহ্য বহন করেছিল। তার আগের বাজেটেও অর্থমন্ত্রীর পরনে ছিল হলুদ সিল্কের শাড়ি। তবে প্রথমবার অর্থাৎ ২০১৯ সালের বাজেটে বিখ্যাত মঙ্গলগিরি শাড়িতে দেখা গিয়েছিল অর্থমন্ত্রী নির্মলাকে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার কেন্দ্রীয় বাজেট পেশ সহজ ব্যাপার ছিল না। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে অনায়াসে সেইসব দিন পেরিয়ে এসেছেন নির্মলা। শুধু দেশের অর্থনীতি নয়, বিভিন্ন জায়গার শিল্প সংস্কৃতিও যে সমান গুরুত্বপূর্ণ, বাজেটসজ্জায় প্রতিবার সেই বার্তাই যেন দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারও যার ব্যতিক্রম হল না।