সুপ্রিম কোর্টে পিছোল আর জি কর শুনানি। পরবর্তী শুনানি আগামী ২৯ জানুয়ারি। মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ভাঙচুর। হামলার কারণ নিয়ে জারি ধোঁয়াশা। বারাকপুরে শ্যুটআউট। কমিশনারেট থেকে ঢিলছোড়া দূরত্বে চলল গুলি। বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে প্রথম বৈঠক ট্রাম্প সরকারের। জন্মসূত্রে অভিবাসীদের আর নয় নাগরিকত্ব, সিদ্ধান্ত ট্রাম্পের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বুধবার সুপ্রিম কোর্টে হল না আর জি কর শুনানি। মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেল। সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনার কথা ছিল। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪২ নম্বরে মামলাটি ছিল। কিন্তু শেষ পর্যন্ত মামলাটি শুনল না ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী বুধবার অর্থাৎ ২৯ জানুয়ারি। এদিকে, এবার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে এই মামলাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে চিহ্নিত করেননি বিচারক। সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে ফাঁসির বদলে যাবজ্জীবনের সাজা দিয়েছে নিম্ন আদালত। সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। তবে, রাজ্য আদৌ সেই চ্যালেঞ্জ করতে পারে কি-না, অর্থাৎ রাজ্যের আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে বিষয়ে সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত। তবে, সঞ্জয়ের ফাঁসি চাওয়ার ক্ষেত্রে রাজ্যের পথেই হাঁটল সিবিআই।
2. মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে হামলা। তাঁর বাড়ির অফিসের টেবিলের কাচ ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় এক যুবককে আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বুধবার দুপুরে এক যুবক মন্ত্রীর আসানসোলের আপনার গার্ডেনের বাড়ির সামনে পৌঁছয়। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় সে। তবে সাক্ষাতের জন্য আগাম সময় চেয়ে রাখা ছিল না যুবকের। সে কারণে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্ত্রীর বাড়ি লাগোয়া অফিসে ঢুকে পড়ে ওই যুবক। মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাচ ভাঙে সে। ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। ওই যুবকের দাবি, তাকে কেউ পাঠায়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার পর এই কাজ করেছে সে। যদিও পুলিশের তরফে এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।