আরজি কর মামলায় আদালতের রায়কে চ্যালেঞ্জ। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে আবেদন রাজ্যের। শপথ নিয়েই WHO-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প। অজানা অসুখে আতঙ্ক ছড়াল জম্মু-কাশ্মীরে। ১৭ জনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। হাসপাতাল থেকে বান্দ্রার পুরনো বাড়িতে ফিরলেন সইফ। ফেব্রুয়ারির গোড়ায় মহাকুম্ভে মোদি। আস্থার ডুব দিতে আগামী সপ্তাহেই প্রয়াগরাজে শাহ। বিধবংসী আগুনের গ্রাসে তুরস্কের রিসর্ট। মৃতের সংখ্যা ছাড়াল ৬৬, আহত ৫১।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি কর মামলায় আদালতের রায় নিয়ে অসন্তোষ, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। জানা গিয়েছে, দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাই কোর্টে আবেদন জানিয়েছেন। মামলা দায়েরের অনুমতি মিলেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে।
আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক। সাজা শুনে আমজনতার সিংহভাগের মতো অখুশি রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি।’ একইসঙ্গে ঘোষণা করেন এই ঘৃণ্যতম অপরাধে দোষীর ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হবে রাজ্য।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। এরপর মঙ্গলবার আদালত খুলতেই সঞ্জয়ের সাজা নিয়ে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তবে শুনানির দিনক্ষণ এখনও স্থির হয়নি। অন্যদিকে, আজীবন কারাবাসের সাজা থেকে মুক্তির আবেদন নিয়ে সঞ্জয়ও হাই কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
2. আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ভারত থেকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী জয়শংকর, শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি-সহ আরও অনেকে। মসনদে বসেই একের পর এক সিদ্ধান্তে সকলকে চমকে দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। শপথ নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন ট্রাম্প। তাঁর অভিযোগ, অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে ‘হু’ সেভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। দেখিয়েছেন আরও নানা কারণও। এছাড়াও মার্কিন জনতার দৈনন্দিন খরচ সংক্রান্ত ফাইলে সই করেছেন ট্রাম্প। পূর্বসূরির বাইডেনের জারি করা ৭৮টি নির্দেশিকা বাতিল করেছেন। পাশাপাশি, আমজনতার দারিদ্র মেটাতে সরকারি দপ্তরগুলিকে উদ্যোগ নিতে বলেছেন তিনি। বাকস্বাধীনতা ফেরানো, সরকারি বিধিনিষেধ খানিকটা লঘু করা, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সরকারের ‘অস্ত্র তুলে নেওয়া’ বন্ধ, এমন বিষয়ক নির্দেশিকাতেও রিপাবলিকান নেতা ইতিমধ্যেই সই করেছেন। এছাড়াও আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। ক্যাপিটল হিংসায় অভিযুক্ত ১৫০০রও বেশি জনকে ক্ষমা করার আদেশ দিয়েছেন তিনি। এদিকে, বন্ধু ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর হাত দিয়েই দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসা বন্ধুকে চিঠি পাঠিয়েছেন মোদি। জানিয়েছেন অভিনন্দনও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।