গুড়াপ শিশু ধর্ষণ-খুন মামলায় সাজা ঘোষণা। দোষী অশোক সিংকে মৃত্যুদণ্ড শোনাল আদালত। মেদিনীপুর মেডিক্যালে ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের। আরজি কর কাণ্ডে সিবিআইয়ের কাজ নিয়ে অসন্তোষ অভয়ার পরিবারের। সইফ হামলায় নিরপরাধকে আটক মুম্বই পুলিশের, অধরা দুষ্কৃতী। খেলরত্ন পেলেন মনু-গুকেশ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় রায়দান। শুক্রবার চুঁচুড়ার বিশেষ পকসো আদালতে দোষী অশোক সিংকে ফাঁসির সাজা শোনালেন বিচারক। কুলতলি, জয়গাঁয় ধর্ষণ-খুনের ঘটনার পর গুড়াপেও ৫৪ দিনের মাথায় সাজা ঘোষণা হল।
২০২৪ সালে নভেম্বরে গুড়াপের একটি গ্রামে শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার দায় গ্রেপ্তার হয় প্রতিবেশী অশোক সিং। তার বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে। ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত বুধবার, অভিযুক্ত অশোক সিংকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। আর শুক্রবার ন্যক্কারজনক কাজের জন্য অশোকের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন বিচারক। ঘটনাচক্রে এদিনই ৫ বছরের ওই শিশুকন্যার জন্মদিন ছিল। তাই আদালতের রায়দানে স্বস্তির নিঃশ্বাস পরিবারে। পাশাপাশি ঘটনার তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা জনতার। আদালত চত্বরেই ‘গুড়াপ থানা জিন্দাবাদ’ স্লোগান ওঠে। পুলিশ অফিসারদের পরানো হয় মালা।
2. মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের। শুক্রবার গাফিলতিতে অভিযুক্ত ১২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে মেদিনীপুরের কোতোয়ালি থানায়। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলনে মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ অভিযুক্ত ১২ চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানান মুখ্যমন্ত্রী। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও জানান তিনি। শুক্রবার ওই চিকিৎসকদের বিরুদ্ধেই মেদিনীপুরের কোতোয়ালি থানায় অনিচ্ছাকৃত খুন, কাজে গাফিলতি, সরকারি কর্মচারী হয়ে আইন না মেনে কারও ক্ষতি করার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান সিআইডির তদন্তকারীরা। এই প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন। তাই এই গাফিলতি তাঁদেরই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।