এখনও অনিশ্চিত ২৬ হাজার চাকরিচ্যুতদের ভবিষ্যৎ। খামতি আছে সিবিআই তদন্তে, দাবি আইনজীবীদের। রেশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয়র। তবে মানতে হবে একাধিক শর্ত। বিষ স্যালাইন কাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে সিনিয়র ডাক্তাররা। গুড়াপ শিশু ধর্ষণ ও খুন কাণ্ডে ৫২ দিনের মাথায় রায়দান। প্রতিবেশী দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পকসো আদালত। ভাগবতের স্বাধীনতা-মন্তব্যে ক্ষিপ্ত রাহুল গান্ধী। রাষ্ট্রদ্রোহী মন্তব্য করেছেন আরএসএস প্রধান, অভিযোগ রাহুলের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বুধবারও চূড়ান্ত সিদ্ধান্ত হল না শীর্ষ আদালতে। এদিন প্রায় ঘণ্টা দুয়েক মামলার শুনানি চলে। শুনানিতে বিভিন্ন পক্ষের প্রায় ২০ জন আইনজীবী নিজেদের বক্তব্য রাখেন। এদিন মূলত মামলাকারীদের বক্তব্য শোনা হয়। চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভে দাবি করেন, “এসএসসিতে দুর্নীতি হয়েছে। কিন্তু সেটা নিয়ে সঠিক তদন্ত হয়নি। কীভাবে দুর্নীতি, কারা কারা যুক্ত, সেটার সঠিক মূল্যায়নই হয়নি। ক্যাজুয়াল তদন্ত হয়েছে। সঠিকভাবে তদন্ত হলে যোগ্য-অযোগ্য নিয়ে এত বিতর্ক হত না।”নবম-দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহাতগিও হাই কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন। রোহতগী বলছেন, আসল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি। যে ওএমআর শিটগুলি উদ্ধার করা হয়েছিল, তা ফরেন্সিকের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে। অথচ রিপোর্ট এখনও আসেনি।”যোগ্যদের জন্য অযোগ্যরা যেন বঞ্চিত না হয়। এই মর্মেই জোরালো সওয়াল করেন চাকরিচ্যুতদের আইনজীবীরা। মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ জানুয়ারি। সেইদিন রাজ্য সরকার এবং সিবিআইয়ের বক্তব্য শুনতে পারে শীর্ষ আদালত।
2. রেশন দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত। ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন। একা জ্যোতিপ্রিয়ই ছিলেন জেলে। আদালতে তাঁর আইনজীবী বাকিবুর-শঙ্করের জামিনকে হাতিয়ার করে মক্কেলের মুক্তির পক্ষে সওয়াল করেছেন। সেই প্রেক্ষিতেই বুধবার তাঁর জামিন মঞ্জুর করল বিশেষ ইডি আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।