বিষ স্যালাইন কাণ্ডে CID তদন্ত। ‘গাফিলতি বরদাস্ত নয়’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ‘হিউম্যান এরর’ ও পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রসূতির মৃত্যু, দাবি প্রাথমিক রিপোর্টে। নব নালন্দা স্কুলে কাচ ভেঙে বিপত্তি, জখম ২ পড়ুয়া। দফায় দফায় উত্তেজনা, ক্ষমা চাইলেন প্রিন্সিপাল। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধে খতম ৫ মাওবাদী। লাদাখে ঐতিহাসিক জেড-মোড় টানেল উদ্বোধন মোদির। নিয়ন্ত্রণের বাইরে লস অ্যাঞ্জেলসের দাবানল, ক্রমেই বাড়ছে প্রাণহানি।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে জোড়া তদন্ত। জানা যাচ্ছে, স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি প্রসূতি মৃত্যুর কারণ খুঁজে দেখবে সিআইডি। ইতিমধ্যেই, ১৫ জন এক্সপার্ট কমিটির রিপোর্টে প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির ইঙ্গিত রয়েছে। এ বিষয়ে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, এক্সপার্ট কমিটির রিপোর্টে ‘হিউম্যান এরর’- এর ইঙ্গিত মিলেছে। বিস্তারিত রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নিয়ম বলছে, একজন সিনিয়র চিকিৎসকের নেতৃত্বে জুনিয়র ডাক্তাররা অপারেশন করেন। কিন্তু সেদিন সিনিয়র ডাক্তার অনুপস্থিত ছিলেন। তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি ধরা পড়লে বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। একইসঙ্গে এক্সপার্ট কমিটির রিপোর্ট নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন ১০ জন স্বাস্থ্য কর্তা ও ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সেই বৈঠকে মমতার স্পষ্ট নির্দেশ, মৃত্য়ুর নেপথ্যে কারও গাফিলতি থাকলে বরদাস্ত করা হবে না। অভিযোগ উঠছে, স্যালাইনে বিষক্রিয়া থেকেই মৃত্যু। ১৪ দিন পর পরীক্ষা রিপোর্ট এলে তা স্পষ্ট হবে। তবে অন্যান্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
2. নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। সাদার্ন অ্যাভিনিউয়ের ওই স্কুল বিল্ডিংয়ের কাচ ভেঙে বিপত্তি। জখম অন্তত ২ জন পড়ুয়া। ঘটনার পরই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন টালিগঞ্জ থানার পুলিশ। পরে বিক্ষোভরত অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে নেন প্রিন্সিলাল অরিজিৎ মিত্র। জানা গিয়েছে, সোমবার সকালে আচমকাই স্কুলবাড়ির উপরের তলা থেকে কাচ ভেঙে পড়ে। সেইসময় ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকছিল। তাতে নবম শ্রেণির দুই পড়ুয়া জখম হয়। একজনের হাত এবং আরেক জনের মাথায় চোট লাগে। স্কুলেই প্রাথমিক চিকিৎসার অর একজনকে বাড়ি পাঠানো হয়, অন্যজন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দুর্ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই স্কুলে পৌঁছন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। আরও সচেতন হওয়া উচিত ছিল বলেই দাবি করেন তিনি। এই আবহে মঙ্গলবার সকাল ১১টায় অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসার কথা স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্রর। থাকবেন ১০ জন অভিভাবক। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুল্যান্স চালককে শোকজ করা হয়েছে। পাশাপাশি এও জানা যাচ্ছে, স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই ঘটনায় নব নালন্দা কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।