আর জি কর ধর্ষণ-খুন মামলায় ১৮ জানুয়ারি রায়দান। ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসির সাজা চাইল সিবিআই। আর জি কর আবহে আন্দোলনকারী চিকিৎসকদের ডাক মুখ্যমন্ত্রীর। আগামী ২৪ ফেব্রুয়ারি আমন্ত্রণ মুখোমুখি বৈঠকের। পাসপোর্ট জালিয়াতি রুখতে আরও কড়া প্রশাসন। স্ক্যানারে ৫ থানার ভেরিফিকেশন অফিসার। বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক। ইন্ডিয়া জোট ভেঙে দেওয়ার দাবি ওমর আবদুল্লার। দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলস।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি কর ধর্ষণ-খুন মামলায় আগামী ১৮ জানুয়ারি রায়দান। ঘটনার ৫ মাস পর শিয়ালদহ আদালতে ধৃত সঞ্জয়ের ভাগ্য নির্ধারণ হবে। জানা যাচ্ছে, ওইদিন বেলা আড়াইটেয় এই মামলায় রায় ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক। যদি সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করা হয় সেক্ষেত্রে কী সাজা ঘোষণা করা হবে, সেদিকেই নজর আমজনতার।
গত আগস্ট থেকে আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শিয়ালদহ আদালতে শুরু হয় মামলা। বিচারপর্ব চলাকালীন আদালতে আর জি কর কাণ্ডকে বিরলতম ঘটনা বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি দিয়ে আদালতে জানান, এই ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। এরপর ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসির সাজার দাবি করা হয় সিবিআইয়ের তরফে। তবে আর জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কারও একার পক্ষে ঘটানো সম্ভব নয় বলেই বারবার দাবি করেছে বিভিন্ন মহল। এবার নিহতের পরিবার, সহকর্মীরাও একই দাবি তুললেন। তাঁদের কথায়, এটা একা সঞ্জয়ের কাজ নয়। বরং এই অপরাধের সঙ্গে যারা জড়িত, তারা অধরাই থেকে গেল, মনে করছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
2. আর জি কর আবহে চিকিৎসকদের ডাক মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে হবে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’।
বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল-এর তরফে জানানো হয়েছে, আর জি করের ঘটনার পর চিকিৎসকদের একাংশের মনে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা মুছে দিতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী। তিনি সমস্ত ডাক্তারের মনের কথা শুনবেন। বৈঠক আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালগুলির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন। একইসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পাচ্ছেন বৈঠকে। মনে করা হচ্ছে, অনুষ্ঠানে যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মমতা। তবে এখনও এই বৈঠক নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে কিছু জানানো হয়নি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।