সাধারণ জ্বর নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র। HMPV নিয়ে সতর্কবার্তা মমতার। নিয়োগ মামলায় চার্জ গঠন। নাম রয়েছে অর্পিতা, কুন্তল-সহ ৫৩ জনের। আদালতে সকলেরই দাবি, তাঁরা নির্দোষ, আর্থিক লেনদেনে যোগ নেই। আগামী অর্থবর্ষে একধাক্কায় অনেকটা কমতে চলেছে জিডিপি বৃদ্ধির হার।। চাপের মুখে মোদি সরকার।এসএসসি, ওবিসির পর ডিএ মামলাও পিছোল সুপ্রিম কোর্টে। ভূমিকম্পে ধূলিসাৎ নেপাল-তিব্বতের বিস্তীর্ণ এলাকা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. HMPV আতঙ্কের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাধারণ জ্বর নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র। এই বিষয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়।” তবে প্রাইভেট চক্র আতঙ্ক ছড়াচ্ছে, এই অভিযোগে সরব হন মমতা। তাঁর কথায়, “আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। তাই আমরা এটা নিয়ে উচ্চস্তরে আলোচনা করেছি। প্রয়োজন হলে অবশ্যই জানাব। তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না।” করোনাকালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি।” একই বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথনের। মঙ্গলবার সোশাল মিডিয়া পোস্টে তাঁর আশ্বাস, HMP ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। আমজনতার প্রতি তাঁর পরামর্শ, জীবাণু সংক্রমণ সংক্রান্ত খবরে উৎসাহের বদলে যে কোনও ধরনের শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের।
2. শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। নাম রয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ-সহ মোট ৫৩ জনের। তবে মঙ্গলবার ইডির বিশেষ আদালতে হাজির হয়ে সকলেই দাবি করলেন, তাঁরা নির্দোষ। কেউ কেউ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে কুন্তল ঘোষের দাবি বেশ চাঞ্চল্যকর। তিনি নিজেকে সত্যজিৎ রায়-সৃষ্ট বিখ্যাত চরিত্র চরণদাসের সঙ্গে তুলনা করে জানান, চরণদাসকেও গান গেয়ে জেলে যেতে হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুন্তলের প্রতি এমন প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে অভিযোগ করেন। যদিও এসব শুনে বিচারক স্পষ্ট জানান, সকলের বিরুদ্ধে চার্জ গঠনের মতো প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যর বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে। নিজের স্বপক্ষে বলতে গিয়ে বিচারকের মুখে ভর্ৎসনার পড়েন তিনিও। পাশাপাশি, মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিক, স্ত্রী শতরূপা সকলেই দাবি করেন, তাঁরা নির্দোষ। বিচারক সকলের উদ্দেশে বলেন, মানিক ভট্টাচার্যর আয় বহির্ভূত সম্পত্তির ভাগ পেয়েছেন তাঁরা। ফলে সমানভাবে তাঁরাও দোষী। এদিন মোট ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন হইয়েছে। তার মধ্যে রয়েছে ২৮ টি কোম্পানিও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।