আতঙ্ক ছড়াচ্ছে নতুন চিনা ভাইরাস। ‘HMPV মোকাবিলায় তৈরি ভারত’, বার্তা স্বাস্থ্যমন্ত্রকের। মাস্ক পরার পরামর্শ দিল কেরল সরকার। রাত পোহালেই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী। মেলার জন্য ১২টি থ্রু ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। পুরীর জগন্নাথ মন্দিরের উপর রহস্যময় ড্রোন। চরম উদ্বেগের মাঝেই তদন্ত শুরু পুলিশের। বাংলাদেশের ৫০ বিচারকের ভারতে গিয়ে প্রশিক্ষণ আটকাল ইউনুস। ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আতঙ্কের নতুন নাম HMPV। চিনে নতুন ভাইরাসের হদিশ মিলতেই উদ্বিগ্ন আমজনতা। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনই আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই। কারণ চিনে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটছে না। শ্বাসজনিত কোনও সমস্যা প্রতিরোধ করতেও তৈরি রয়েছে ভারত।
দিনকয়েক আগে খবর ছড়ায়, চিনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা এইচএমপিভি। জানা যায়, এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটানো ভাইরাস। যা শরীরে সাধারণ সর্দিকাশির সৃষ্টি করে। শিশু ও বয়স্কদের শরীরে এর ফলে ফ্লু-এর উপসর্গ দেখা দিতে পারে। সোশাল মিডিয়ায় গুঞ্জন, চিনে নাকি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকারি ভাবে এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি। এই আবহে কেরল সরকারের তরফে জনতার উদ্দেশে পরামর্শ দেওয়া হয়েছে, আতঙ্ক ছড়াবেন না। তবে বাড়ির বাইরে যেতে মাস্ক ব্যবহার করুন। বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে অন্তঃসত্ত্বা ও বয়স্ক নাগরিকদের। তেলেঙ্গানাতেও একই সতর্কতা জারি হয়েছে বলে জানা যাচ্ছে।
2. গঙ্গাসাগর মেলার জন্য এবার ১২টি থ্রু ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ, কলকাতা, নামখানা ও কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে চলবে এই ট্রেনগুলি। আগামী ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলির পাশাপাশি আরও তিনটি ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হচ্ছে। ১২টি ট্রেনের মধ্যে তিনটি কলকাতা থেকে, ২টি নামখানা থেকে, ৫টি লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে একটি করে এই বিশেষ গ্যালপিং ট্রেন চলবে। ভিড়ে যাত্রীদের টিকিট কাটতে যাতে অসুবিধার মুখে পড়তে না হয়, সেজন্য নামখানাতে বাড়তি আরও দু’টি কাউন্টার খোলা হবে। এছাড়া পাঁচটি বাড়তি মোবাইল ইউটিএস পরিষেবা থাকবে। কাকদ্বীপে খোলা হবে ছ’টি বাড়তি কাউন্টার ও ১৫টি বাড়তি মোবাইল ইউটিএস পরিষেবা খোলা হবে। শিয়ালদহে বুকিং কাউন্টার উপযুক্ত সংখ্যায় থাকায় সেখানে শুধু চারটি মোবাইল ইউটিএস খোলা হবে বলে জানিয়েছেন শিয়ালদহের সিনিয়র ডিসিএম পবনকুমার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।