ভুলেও কখনও সবাইকে এই কথাটা বলবেন না যে ‘একদিন তাহলে বাড়িতে আসুন’। এতে ক্ষতি হতে পারে আপনারই। কোন ৬ ধরনের মানুষদের ঘরে ডাকতে আপত্তি করেছিলেন চাণক্য? এর নেপথ্যে লুকিয়ে আছে ঠিক কোন কারণ? আসুন শুনে নেওয়া যাক।
‘একদিন তাহলে বাড়িতে আসুন’- পরিচিত কারোর সঙ্গে দেখা হলে শেষে আমরা এ কথাই বলে থাকি। কেউ আসেন। অনেকেই আসেন না। তবে এ যেন এক রেওয়াজ। কুশল বিনিময়ের মতোই, পরিচিত মানুষকে বাড়িতে নেমন্তন্ন করা এক রকমের সামাজিক সৌজন্যের মধ্যেই পড়ে।
মানুষ তার প্রকৃতিগত কারণেই সমাজে সকলের সঙ্গে মিলেমিশেই থাকে। তার যেমন ব্যক্তিগত জীবন আছে, তেমনই আছে সামাজিক বৃহত্তর জীবন। দুয়ের সঙ্গতি বিধান করেই চলতে হয়। তাই কাউকে বাড়িতে নেমন্তন্ন করার মধ্যে দোষের কিছু নেই। তবে, এ-ও ঠিক যে, সকলকেই বাড়িতে ডাকা কোনও কাজের কথা নয়। আবার এ দুনিয়ায় মানুষ চেনাও সহজ নয়। তাহলে সামাজিক সৌজন্যের খাতিরে কাউকে ডেকে নিজের বাড়ির ক্ষতি করে ফেলা হচ্ছে না তো! এ প্রশ্ন অনেক সময়ই আমাদের মনে আসে। তবে, এর সমাধান সূত্র সহজে পাওয়া যায় না। তা পাওয়া যেতে পারে, যদি আমরা চাণক্যের নীতি অনুসরণ করি। প্রাচীন দার্শনিক ৬ ধরনের মানুষ বা ছয় প্রকৃতির মানুষকে চিহ্নিত করেছিলেন, যাঁদের বাড়িতে না ডাকাই ভালো।
তাঁরা কারা? চাণক্যের মত, যাঁদের বেদ-জ্ঞান নেই তাঁদের নেমন্তন্ন না করাই শ্রেয়। বেদ আসলে জীবনের মূল্য বোঝায়, জীবনবোধের পাঠ দেয়। আর সেই পাঠে যিনি দীক্ষিত নন, তিনি সামগ্রিক ভাবে জীবনে নতুন কিছু সংযোজন করতে পারেন না। অতএব এই ধরনের মানুষকে ডাকতে তিনি নিষেধ করেছেন। আবার আমাদের আশেপাশেই এমন অনেককে দেখা যায়, যাঁরা অকারণেই অন্যকে আঘাত করেন। এবং তা নিয়ে তাঁদের বিন্দুমাত্র অনুতাপ থাকে না। এখানেও চাণক্যের একই নীতি। সুখের পায়রাকে বেশি গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রকৃত বন্ধু বিপদের দিনে পাশে দাঁড়ান। আর যাঁরা শুধু নিজেদের দরকারে খোঁজ নিতে আসেন, তাঁরা কি আদৌ বন্ধু? প্রশ্ন তুলেছেন দার্শনিক। এমন অনেক মানুষ থাকেন, যাঁরা অন্যের আবেগ নিয়ে লুকোচুরি খেলেন। তাঁদের বিশ্বাস না করাই শ্রেয় বলে পরামর্শ চাণক্যের। তা ছাড়া যাঁরা মুখে আর মনে এক নন, অর্থাৎ আদতে নকল-মানুষ, তাঁদের থেকেও দূরে থাকার কথাই বলছেন তিনি। আর সবার উপরে যাঁরা কেবল হতাশাজনক কথা বলে থাকেন, তাঁদের বাড়িতে না ডাকাই ভালো।
চাণ্যক্য-নীতি হিসাবেই এই কথাগুলো বহুল প্রচলিত। তা আক্ষরিক কি-না, সে প্রশ্ন থেকেই যায়। তবে যে প্রকৃতির মানুষকে এখানে চিহ্নিত করা হয়েছে, তাঁরা বোধহয় জীবনে সদর্থক কোনও পরিবর্তন আনতে পারেন না। তাই বন্ধুসঙ্গ করতে কাউকে বাড়িতে ডাকার আগে কথাগুলো মাথায় রাখলে লাভ বই ক্ষতি নেই।