অবশেষে উদ্ধার করা হল ৩ বছরের চেতনা-কে। ৭০০ ফুট বোরওয়েল থেকে ১০ দিন পর উদ্ধার জীবিত অবস্থায়। জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া থেকে ধৃত ব্যক্তি। ধৃত বাংলাদেশি বলেই সন্দেহ, মিলছে ইটালি-যোগও। কৃষক-বিক্ষোভের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা। নতুন বছরে একাধিক বড় ঘোষণা কেন্দ্রের। বর্ষবরণের রাতে ভয়াবহ হত্যাকণ্ড লখনউয়ে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১/ অবশেষে ৭০০ ফুট গভীর বোরওয়েল থেকে উদ্ধার করা হল তিন বছরের চেতনা-কে। বুধবার তাকে জীবিত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে। হাসপাতাল জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে তাঁর স্বাস্থ্যের উপর কড়া নজর রাখা হচ্ছে। টানা ১০ দিন অর্থাৎ প্রায় ২৪০ ঘণ্টা বোরওয়েলের মধ্যে আটকে ছিল শিশুটি। গত ২৩ ডিসেম্বর এই দুর্ঘটনা ঘটে। প্রথমে সে ১৫ফুট গভীরে আটকে ছিল। গ্রামবাসীরা তাকে উদ্ধার করতে গেলে বিপদ বাড়ে, আরও গভীরে পড়ে যায়। উদ্ধারকাজ চলছিল। তবে, শিশুটি আদৌ বেঁচে থাকবে কি না, তা নিয়ে সন্দেহ জমাট বেঁধেছিল। অবশেষে যেন মিরাকল ঘটল। ১০ দিন পর তাকে জীবিত অবস্থাতেই উদ্ধার করল র্যাট হোল খননকারী দল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে তিন বছরের চেতনা।
২/ জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া থেকে এক ব্যক্তিকে পাকড়াও করল কলকাতা পুলিশের এসিটিএফ। ধৃত বাংলাদেশি বলেই জানা যাচ্ছে। ধৃতের সঙ্গে মিলছে ইটালির যোগও। নদিয়ার চাকদা থানার অন্তর্গত মদনপুর জমাদার পাড়া থেকে ধীরেন ঘোষ নামে ওই ব্যক্তিকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ। গত পাঁচ-ছবছর ধরে ওই এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে নিরঞ্জন পালের বাড়িতে ভাড়া থাকত ধৃত। বাড়িওয়ালা পাল পরিবারের সদস্যরা জানান, ধীরেন পোশাকের ব্যবসা করত। তবে তার কাছে কোনও ব্যবসার জিনিসপত্র কোনদিনও দেখেননি তাঁরা। সূত্রের দাবি, ধীরেনের জন্ম বাংলাদেশে। তারপর সে এদেশে চলে আসে, এখানেই থাকত। তবে বছরে একবার বাংলাদেশ থেকে শ্বশুর-শাশুড়ি তার কাছে আসতেন।এসটিএফ সূত্রের দাবি, এর মাঝে প্রায় ১০ বছর ইটালিতে ছিল ধীরেন। কী কারণে, তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, বাংলাদেশে থেকে আগত অনুপ্রবেশকারীদের ইউরোপে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ধীরেন। আর তাদের নথি তৈরি করত চাঁদপাড়া থেকে গ্রেপ্তার মনোজ গুপ্তা। ট্রাভেল এজেন্সির আড়ালে চলত এই কীর্তি। এই মনোজকে জেরা করেই ধীরেনের হদিশ মিলেছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের টিম তাকে গ্রেপ্তার করে। চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।