বিদায় মনমোহন, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে শনিবার। বাসভবনে গিয়ে পূর্বসূরিকে শেষ শ্রদ্ধা মোদির। মনমোহন সিংয়ের প্রয়াণে স্মৃতিচারণা মোদি-মমতার। ‘অভিভাবক হারালাম’, শোকাহত রাহুল। ছবিমুক্তি পিছোলেন সলমন, কালো ব্যান্ড পরে শ্রদ্ধা বিরাটদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ। প্রাথমিক শিক্ষায় বড়সড় বদল। মেলবোর্ন টেস্টে রানের পাহাড় অজিদের, ধুঁকছে ভারত।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহনের। বৃহস্পতিবার দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের অর্থনীতিবিদ। মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক মহলের প্রায় সকলেই। বিদেশ থেকেও এসেছে শোকবার্তা। আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, মালদ্বীপের মতো একাধিক দেশের প্রাক্তন মন্ত্রীরা শোকবার্তা পাঠিয়েছেন। শুক্রবার শেষশ্রদ্ধা জানাতে মনমোহন সিংয়ের বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফুলের তোড়া দিয়ে পূর্বসূরিকে শেষ শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ আরও অনেকে। এদিকে কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন-সহ সমস্ত আগামী সাতদিনের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কদিন অর্ধনমিত রাখা হবে দলের পতাকাও।
2. বিদায় মনমোহন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে স্মৃতিচারণা মোদি-মমতার। ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করে মোদি লেখেন, ‘দেশ একজন বড় নেতাকে হারাল। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির সঙ্গে নিয়মিত কথা হত।’ মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তাঁর হাত ধরে অর্থনীতির উদারীকরণ দেখেছে দেশ। ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’ দীর্ঘ পোস্ট লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে রাহুল গান্ধী লিখেছেন, ‘আমি একজন মেন্টর আর অভিভাবককে হারালাম।’ শোকপ্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। শোকবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়েছে বলিউডের অনেকেই। স্মৃতিচারণা করেছেন অনুপম খের। ‘সিকন্দর’ ছবির টিজার মুক্তি পিছিয়ে দিয়েছেন সলমন খান। এদিকে, কাল ব্যান্ড পরে খেলতে নেমেছিলেন বিরাটরা। খেলার মাঠেও মনমোহনে স্মরণ করল টিম ইন্ডিয়া।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।