বর্ষশেষে সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। ৩০ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলেন নিজেই। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ৫০ কোটি টাকা পার্থর। আদালতে জানাল ইডি। নতুন বছরেও বিশ্ব কূটনীতির কেন্দ্রে থাকবে ভারত। বেজিং যাবেন মোদি, ট্রাম্প আসবেন দিল্লি। ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে ছাঁটার ভাবনা কেজরিওয়ালের। বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বক্সিং ডে টেস্টে কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কার জের, শাস্তির মুখে বিরাট।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বছরশেষে সন্দেশখালি সফরে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা জানালেন, আগামী ৩০ ডিসেম্বর তিনি সন্দেশখালি যাবেন। জানা গিয়েছে, সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মঞ্চ থেকে ১০০ জনের হাতে পরিষেবা পৌঁছে দেব। তবে আলাদা আলাদা ক্যাম্প থেকে অন্তত ২০ হাজার মানুষের হাতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে।” মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ওইদিন মা, মাটি, মানুষ দিবস হিসাবে পালন করা হয়। তাই ব্লকে ব্লকে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। ২ জানুয়ারি সব দপ্তরের কাজ পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে ভারত সেবাশ্রম সংঘে যাবেন। সেখান থেকে কপিল মুনির আশ্রম। গঙ্গাসাগর মেলার আগে প্রতিবারই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এরপর আগামী ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কের বিপরীতের মেলায় যাবেন। হাওড়া থেকে বেলুড়মঠ, দক্ষিণেশ্বর যাতায়াতের ই-ভেসেলের উদ্বোধন করবেন। এছাড়াও বছরের শুরুতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে, আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে খুলতে চলেছে নতুন বিগ বাজার। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর ফলে বিশেষভাবে উপকৃত হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
2. নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। জানা যাচ্ছে, জেরায় ইডির কাছে সেকথা অর্পিতা নিজেই জানিয়েছেন।
বৃহস্পতিবার চার্জ গঠনের সময় ইডির আইনজীবী দাবি করেন, শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন পার্থ। তাই তিনিই মাস্টারমাইন্ড। তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসাবে দ্বিতীয় অভিযুক্ত ছিলেন অর্পিতা। তবে জেরায় তিনি বারবার দাবি করেছেন, তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার পুরোটাই পার্থর। ভুয়ো সংস্থা খুলে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা নয়ছয় করেছেন বলেই দাবি তাঁর। একইসঙ্গে অর্পিতার নামে পার্থ অ্যাকাউন্ট খুলতেন বলেও জানিয়েছে ইডি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।