বাংলায় সক্রিয় হচ্ছে লস্কর-ই-তইবা। ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। করাচি-শ্রীনগর-বাংলা-ঢাকা, অস্ত্র পাচারে নয়া রুট, জেরায় মিলল বিস্ফোরক তথ্য। মোদির মুকুটে নয়া পালক। কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী। চিন্ময়ের জামিন রুখতে নয়া কৌশল। আইনজীবী মৃত্যুর তদন্ত কমিটি থেকে ৫ সদস্যেরই পদত্যাগ। বাংলার ধাঁচে এবার দিল্লিতেও ‘দুয়ারে সরকার’।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ফের বাংলায় জেহাদির হদিশ। মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার ভিন রাজ্যের সন্দেহভাজন জঙ্গি। জানা যাচ্ছে, ধৃত জাভেদ আহমেদ মুন্সি আদপে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জেহাদি। যার সরাসরি যোগ রয়েছে লস্করের সঙ্গে। সেই জেহাদি সংগঠনের নির্দেশেই বাংলায় ঢুকেছিল জাভেদ। টার্গেট ছিল, সীমান্ত পেরিয়ে অশান্ত বাংলাদেশে ঢোকা।
জানা গিয়েছে, পাকিস্তানের জাভেদ আইইডি বা বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত। নানান ধরনের অত্যাধুনিক অস্ত্রও চালাতে জানে। সীমান্তের এক পার থেকে অন্য পারে অস্ত্র পৌঁছে দিতে পারে অনায়াসে। জাভেদের এই ‘গুণ’কে কাজে লাগাতে চেয়েছিল লস্করের মাথারা। আর তাই বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে তাকে সেখানে পাঠানোর পরিকল্পনা করেছিল তারা। গোয়েন্দাদের অনুমান, অশান্ত বাংলাদেশের আগুনে আরও ঘি ঢালতে মৌলবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দেওয়ার ছক কষেছে পাক জঙ্গি সংগঠনগুলি। সেই ‘ডিল’ সংক্রান্ত আলাপ-আলোচনার স্বার্থে জাভেদকে বাংলাদেশে পাঠাচ্ছিল তারা। কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল ষড়যন্ত্র। জেরার মুখে ধৃত পাক জঙ্গি জানিয়েছে,জাল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এর আগেও একাধিকবার বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে যাতায়াত করেছে সে। আর তার এই রুটম্যাপই চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের।
২। ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক। এবার কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদি। ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ সম্মান দেওয়া হল তাঁকে। কুটনৈতিক বন্ধুত্বের বার্তাবহ ওই সম্মান সাধারণত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়। এর আগে বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো রাষ্ট্রপ্রধানদের কুয়েতের এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে।
কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের আগে বায়ান প্রাসাদে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এইসঙ্গে ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ সম্মানে ভূষিত করা হল মোদিকে। এই নিয়ে বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত ২০তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদি। শেষবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফর করেন ইন্দিরা গান্ধী। ৪৩ বছর পর কুয়েতে পা রাখলেন মোদি। রাজকীয় সম্বর্ধনার পাশাপাশি রাজকীয় সম্মান পেয়ে আপ্লুত হয়েছে নমো। এই নিয়ে টুইটে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।