সলমন খানের ঘুম কেড়েছে লরেন্স বিষ্ণোই। অবিলম্বে তার শাস্তির ব্যবস্থা হোক। সম্প্রতি এই দাবিতে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছেন ভাইজানের এক জাবরা ফ্যান। অবশ্য আর কাউকে তিনি সঙ্গে নেননি। নিজেই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে। আসুন শুনে নেওয়া যাক।
লরেন্স বিষ্ণৌই! বিগত কয়েকমাস ধরে শিরোনাম দখল করেছে এই নাম। নেপথ্যে সলমন খান। ভাইজানকে খুনের হুমকি দিয়েই চর্চার কেন্দ্রে এসেছেন বিষ্ণোই। অবশ্য স্রেফ এটুকু বললে তাঁর পরচয় সম্পূর্ণ হয় না। কারণ, এর আগেও একাধিকবার সমলন খানকে খুনের হুমকি দিতে শোনা গিয়েছে তাঁকে।
প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টা ইতিমধ্যেই নিয়ন্ত্রণে। বাড়ানো হয়েছে সলমন খানের নিরাপত্তা। মোটের উপর বিষ্ণোইকে ঠেকাতে কোথাও ফাঁক রাখছে না প্রশাসন। তবে এটুকু নিরাপত্তা যথেষ্ট নয়, দাবি সলমন ভক্ত সমীর কুমারের। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি। তবে সোশাল মিডিয়ায় লিখে বা ভিডিও বানিয়ে নয়, নিজেই মোদির দরবারে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন সমীর। তবে সেখানেও রয়েছে চমক। সমীর দিল্লিযাত্রা করছেন সাইকেলে চড়ে। শুনতে অবাক লাগলেও সত্যি। এর আগে সাইকেলে চড়ে পরিবেশ সচেতনতা বা অন্য কোনও বিষয়ে প্রচার করতে দেখা গিয়েছে অনেককেই। তবে এইভাবে প্রিয় নায়কের জন্য সাইকেল যাত্রা এর আগে কাউকে করতে দেখা যায়নি।
সাইকেলের সামনে একটা বোর্ড আটকেছেন সমীর। তাতেই নিজের দাবির কথা লিখেছেন। সেখানে সলমন এবং মোদি দুজনেরই ছবি রেখেছেন। এই বোর্ড দেখে অনেকেই তাঁর ছবি তুলছেন, কাউকে বাধা দিচ্ছেন না সমীর। বরং উৎসাহ জুগিয়েছেন তাঁর কথা ছড়িয়ে দেওয়ার জন্য। আসলে, সমীরের লক্ষ এটাই। সলমন খানকে নিরাপদ রাখার জন্য অনেক কিছুই করতে পারেন তিনি, এমনটাই জানিয়েছেন। জব্বলপুর থেকে যাত্রা শুরু করে দিল্লি যেতে কমদিন সময় লাগবে না! পথে অনেক বিপদও আসতে পারে, তবে সমীরের সেসব নিয়ে কুছ পরোয়া নেহি মনোভাব! দিল্লি গিয়ে নিজের অভিষ্ট পূরণ করতে চান তিনি। যদিও এই প্রথম নয়, এর আগে একইভাবে সাইকেলে চড়ে সলমনের সঙ্গে দেখা করতে মুম্বই গিয়েছিলেন সমীর। এবার সেই সলমনের সুরক্ষার দাবিতে তাঁর গন্তব্য দিল্লি।
#WATCH | #WATCH | Salman Khan Superfan From Jabalpur On 1,100-Km Cycling Journey To Delhi, Mumbai Amid Bishnoi Gang Threats, Plans To Meet PM Modi & Celebrate Actor’s Birthday#SalmanKhan #MPNews #MadhyaPradesh @BeingSalmanKhan pic.twitter.com/fy1IyHT7yn
— Free Press Madhya Pradesh (@FreePressMP) December 16, 2024