চার্জশিট দিতে ব্যর্থ CBI, অভয়া ধর্ষণ-খুনে জামিন সন্দীপ-অভিজিতের। জঙ্গিপুর নাবালিকা ধর্ষণ-খুনে একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন। সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থর। প্রেক্ষাগৃহে পদপিষ্ট মহিলা অনুরাগীর মৃত্যুর দায়, গ্রেপ্তার আল্লু অর্জুন। ১৪ দিনের জেল হেফাজত হলেও অন্তর্বর্তীকালীন জামিনে মিলল মুক্তি। প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি কবি হেলাল হাফিজ। কবির প্রয়াণে শোকের ছায়া দুই বাংলাতেই।
হেডলাইন:
আরও শুনুন:
বিস্তারিত খবর:
1.আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় জামিন মঞ্জুর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেলেন দুজনে। আর জি কর কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ওই চার্জশিটে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে উল্লেখও করা হয়। তবে সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডল ঠিক কীভাবে যুক্ত ছিলেন এই মামলায়, সে বিষয়ে চার্জশিটে সিবিআইয়ের তরফে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ নেই। সে কারণেই শুক্রবার শিয়ালদহ আদালত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেয়। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তাঁরা। আদালতের তরফে জানানো হয়েছে, তদন্তে প্রতি মুহূর্তে সাহায্য করতে হবে দুজনকেই। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে জামিন পেলেও এখনও চলছে আর্থিক দুর্নীতি মামলা। সে কারণে এখনই জেলমুক্তি হচ্ছে না সন্দীপের। তবে অভিজিৎ মণ্ডলের জেলমুক্তি হবে। সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর। তদন্তকারীদের ‘অপদার্থ’ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। এদিকে, এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররাও। নাগরিক সমাজের কাছে অভয়ার বিচার চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তাঁরা।
2. জঙ্গিপুরের নাবালিকা ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা দোষী দীনবন্ধু হালদারের। অপর দোষী শুভ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের। গত ১৩ অক্টোবর ঘটে ঘটনাটি। ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এই দলে অতিরিক্ত পুলিশ সুপার, ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র-সহ বিভিন্ন স্তরের শীর্ষ পদাধিকারীরা ছিলেন। ২১ দিনের মাথায় পুলিশ ৬২২ পাতার চার্জশিট জমা দেয়। ৫২ দিনের মাথায় ৩১ জনের সাক্ষ্যদান শেষ হয়। ৫৯ দিনের মাথায় দীনবন্ধু এবং শুভকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার দীনবন্ধুর ফাঁসি এবং শুভর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।