রাজ্যে চালু হল ‘উৎসশ্রী’ পোর্টাল। বাংলায় শুরু ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প। নির্দেশ নবান্নের। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
বিজেপি ছাড়লেন বাবুল সুপ্রিয়। ফেসবুকে লিখলেন চললাম… আলভিদা। তবে জিইয়ে রাখলেন অন্য দলে যোগ দেওয়ার জল্পনা।
রাজ্যে চালু হল ‘উৎসশ্রী’ পোর্টাল। উদ্বোধন শিক্ষামন্ত্রীর। এবার অনলাইনেই বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা।
বাংলায় শুরু ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প। নির্দেশ নবান্নের। এবার ভিনরাজ্যেও বাংলার মানুষের মিলবে খাদ্যসামগ্রী।
৮০ ঊর্ধ্বরা বাড়িতে বসেই পাবেন ভ্যাকসিন। একই সুবিধা শয্যাশায়ী ষাটোর্ধ্বদেরও। ঘোষণা কলকাতা পুরসভার।
বিরোধীদের লাগামছাড়া বিক্ষোভ। ‘অচল’ সংসদের দুই কক্ষ। ‘অপচয়’ কমাতে অধিবেশন সংক্ষিপ্ত করতে পারে কেন্দ্র!
সেমিফাইনালে ভাঙল স্বপ্ন। হার পিভি সিন্ধুর। তিরন্দজিতে আশা জাগিয়েও বিদায় অতনু দাসের। ডিসকাসের ফাইনালে কমলপ্রীত।
আরও শুনুন: 30 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- গণতন্ত্র বাঁচাতে একজোট হওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের
আরও শুনুন: 29 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত
বিস্তারিত খবর:
1. বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। প্রথমে তিনি লেখেন, “সমাজসেবা করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।” এমনকী, অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য নিজের পোস্টটি থেকে সেই লাইনটি মুছে ফেলেন বাবুল। আর তারপরই শুরু হয়ে যায় তাঁর দলবদলের জল্পনা।
২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হয়েছিলেন বাবুল সুপ্রিয়। দু’বারই হন প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া তাঁর হয়নি। এবার মন্ত্রীসভা সম্প্রসারণের আগে মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফেসবুকে তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি। তার পর থেকেই বাবুলকে ঘিরে রাজনীতিতে চলছিল জোর জল্পনা। এদিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছাড়লেন তিনি। তবে শুধু মন্ত্রিত্ব ছাড়া নিয়ে নয়, একাধিক বিষয় নিয়ে দলের একাংশের সঙ্গে তাঁর মতানৈক্য প্রকাশ্যে এল। লিখেছেন, “বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।” এবার আর তাঁদের কাছে যাবেন না বলে জানিয়েছেন বাবুল। শুধু দল নয়, ছাড়ছেন সাংসদ পদও। বাবুল জানিয়েছেন, সরকারি বাড়ি তিনি ছেড়ে দেবেন। মাইনেও নেবেন না আর।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।