পেঁয়াজের দাম শুনে মধ্যবিত্তের চোখ জল। কিনতে গিয়ে উঠছে নাভিশ্বাস। এদিকে দাম কমার নামগন্ধ নেই। বাধ্য হয়েই রেস্তরাঁয় খাবার অর্ডার করে অতিরিক্ত পেঁয়াজ চেয়েছিলেন এক যুবক। তাঁর সেই আবদারের কী জবাব দিল রেস্তোরাঁ? আসুন শুনে নেওয়া যাক।
দয়া করে, অতিরিক্ত পিঁয়াজ পাঠাবেন! খাবার অর্ডারের সময় এমনই নির্দেশ দিয়েছিলেন যুবক। কারণ হিসেবে লিখেছিলেন, পছন্দের এই সবজিটির বড্ড দাম। তাই বিনামূল্যে পেলে তাঁর সুবিধা হয়। নির্ভেজাল দাবি, কারণ অস্বীকারের উপায়ও নেই। কিন্তু নেটদুনিয়া এর মধ্যে মশকরাই খুঁজে পেয়েছে। বিষয়টা নিয়ে শুরু হয়ে জোর চর্চা।
পিঁয়াজের দাম বাড়া নতুন ঘটনা নয়। এর আগেও বহুবার এমনটা হয়েছে। তা নিয়ে বিতর্কও হয়েছে জোরদার। নির্দিষ্ট সময়ের পর দাম কমেছে ঠিকই, কিন্তু মাঝের কদিন পিঁয়াজ কিনতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। এমনিতে ভোটের সঙ্গে তাল মিলিয়ে মাছ-মাংস-সবজির দাম বাড়ে। ভোট মিটলেও মূল্যবৃদ্ধির সেই প্রবণতায় দাঁড়ি পড়েনি এখনও। বরং দেশজুড়ে পেঁয়াজের অসম্ভব দাম বেড়ে গিয়েছে। সবুজ শাকসবজিও যে সেই তালিকায় খুব একটা পিছিয়ে আছে, তাও নয় । তবে পিঁয়াজের মূল্যবৃদ্ধি আলাদা করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আসলে, মাছ-মাংসের মতো আমিষ পদ রান্না পিঁয়াজ ছাড়া একপ্রকার অসম্ভব। তাই আমিষপ্রেমীরা পিঁয়াজের মূল্যবৃদ্ধিতে রীতিমতো সমস্যায় পড়েছেন। সরকারের তরফে অবশ্য চেষ্টা চলছে দাম নিয়ন্ত্রণের, অন্তত দাবি করা হচ্ছে তেমনটাই। কিন্তু বাস্তবে কোনও প্রভাব দেখা যাচ্ছে না। তাই একপ্রকার বাধ্য হয়ে, অনলাইনে খাবার অর্ডারের সময় দিল্লির এক যুবক লিখে দিয়েছিলেন, অতিরিক্ত কাঁচা পিঁয়াজ দেওয়ার কথা। খাবারের সঙ্গে বিনামূল্যেই পিঁয়াজ বা শসা দেওয়া হয়। তবে তা নির্দিষ্ট পরিমাণে অবশ্যই। এক্ষেত্রে যুবকের দাবি ছিল, পরিমাণে খানিকটা বেশি করে পাঠানো হোক পিঁয়াজ। শুধু তাই নয়, পিঁয়াজ যেন গোল গোল করে কাটা হয়, সেই নির্দেশও দিয়েছিলেন তিনি।
রেস্তরাঁর তরফে অবশ্য আলাদা করে এই অনুরোধ আমল দেওয়া হয়নি। তবে তাঁর এই আবদার নেটদুনিয়ায় ভাইরাল। বিলের ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। সকলেই বিষয়টাকে মজার ছলে দেখেছেন। কেউ কেউ এমন মন্তব্যও করেছেন, যাতে মনেই হবে না মূল্যবৃদ্ধি আসলে কতবড় সমস্যা। যে যার ব্যক্তিগত পরিসরে থেকে বিষয়টাকে বিচার করেছেন, প্রায় সকলেরই মনে হয়েছে ওই যুবক চর্চায় থাকার লোভে এমন কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু এইসব মশকরার আড়ালে সুন্দরভাবে চাপা পড়ে গিয়েছে পিঁয়াজের দাম বাড়ার বিষয়টা। সেই অর্থা এই নিয়ে কোনও হেলদল নেই অনেকের। যদিও এই ভাইরাল পোস্টের দৌলতে অন্য একটা কাণ্ড ঘটেছে। জনপ্রিয় অনলাইন ডেলিভারি সংস্থা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে স্রেফ পিঁয়াজের দামে অতিরিক্ত ছাড়ের ঘোষণা করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পিঁয়াজ কিনলে যে কেউ সেই ছাড় পাবেন। এই ঘোষণার পর অবশ্য যুবকের পোস্টটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এক্ষেত্রে অবশ্যই ইতিবাচক। যতই হোক, তাঁর পোষ্টের দৌলতেই পিঁয়াজের উপর সেল ঘোষণা হল। তাতে আখেরে লাভই হল অনেকের!