মুখ দেখে যায় চেনা। একটু সচেতন হয়ে দেখলেই আপনিও সহজেই ধরে ফেলবেন মিথ্যাবাদীর কথা। কী সেই লক্ষণ? আসুন, জেনে নিই।
কথায় কথায় সহজেই আপনি আপনার বন্ধুবান্ধব-সহকর্মী অথবা পরিজনদের ফাঁদে পা দিয়ে ফেলেন? কিছুতেই ধরতে পারেন না, তাঁদের ছল-বল কিংবা কৌশল? তাহলে এই কথাগুলো একেবারে আপনার জন্য। এবার থেকে কিছুতেই আর কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না। তাই জেনে নিন, মিথ্যেবাদী মানুষ চেনার কয়েকটি অভ্রান্ত উপায়।
আরও শুনুন: খালি মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছেন! মনের ভুল, নাকি নেপথ্যে কোনও ট্রমা?
মনস্তত্ত্ব বলছে, মুখ হল মনের আয়না। আর সেই আয়নায় নজর রেখেই আপনি ধরে ফেলতে পারেন উল্টোদিকের মানুষটার মনের কথা। শুরুতেই আপনাকে উল্টোদিকের মানুষটির ছোট ছোট অভিব্যক্তির খুঁটিনাটি বা মাইক্রো-এক্সপ্রেশনগুলির দিকে খেয়াল রাখতে হবে। ভাবছেন তো, কী এই মাইক্রো-এক্সপ্রেশন? মুখের খুব ছোটো ছোটো অভিব্যক্তি যা প্রায়শই মানুষ নিজের মনের ভুলেই করে ফেলেন, সেগুলোর দিকে আপনাকে একটু নজর দিতে হবে। বারবার চোখের পাতা ফেলা, কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে কথা বলা, চোখে চোখ রাখতে না পারা ইত্যাদি আচরণগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বেশ সন্দেহজনক। এর অর্থ, সামনের দিকের মানুষটা আপনার কাছে কিছু-না-কিছু লুকিয়ে যাচ্ছে।
এখানেই শেষ নয় কিন্তু। খেয়াল করে দেখুন তো, সেই লোকটি অন্যমনস্ক হয়ে পড়লে নিজের সঙ্গে নিজে কথা বলেন কি-না! যদি নিজের সঙ্গে বারবার লোকটিকে কথা বলতে দেখা যায়, তাহলে বুঝতে হবে লোকটি নিজের মধ্যে কোন পরিকল্পনা আঁটছে। একইসঙ্গে তিনি নিজের সঙ্গে কথাবলাকালীন তা হঠাৎ করে কারোর চখে পড়ে গেলে তিনি কী করেন, সেটিও লক্ষ করুন। যদি তিনি লজ্জিত হয়ে পড়েন এবং সেই লজ্জাকে ঢাকার জন্য অন্য কোনও কথার আশ্রয় নেন, বুঝতে হবে তিনি তার আসল কথাটি লুকিয়ে গেলেন।
এই যুক্তিগুলি যে নির্ভুল, নিঃসংশয়ে তা দাবি করা যায় না। তবে, কথায় বলে মানুষের মন বোঝা ভার। আর তাই সেই মন বুঝতে গেলে কিছু কৌশলের অবলম্বন যে করতেই হবে, তা দস্তুর। সুতরাং চোখকান খোলা রাখলেই ধরতে পারবেন কে মিথ্যে বলে আপনাকে ঠকাচ্ছে।