বাংলাজুড়ে আলোর উৎসব। রীতি মেনে বাড়িতে কালীপুজোর আয়োজন মুখ্যমন্ত্রীর। প্রতিমাসজ্জা থেকে ভোগের তদারকিতে ব্যস্ত মমতা। শ্লীলতাহানি ইস্যুতে তন্ময়ের পাশে বিকাশ। বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা আইনজীবীর। মোদির ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব খারিজ খাড়গের। আইপিএল রিটেনশনে কেকেআরে নেই শ্রেয়স, থাকছেন নারিন রাসেল। চেন্নাইয়ে ধোনি, বিরাট বেঙ্গালুরুতে, রোহিত থাকছেন মুম্বইতেই।
হেডলাইন:
আরও শুনুন: 28 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- পুলিশি তলবে সাড়া, তবে ‘শ্লীলতাহানি’র অভিযোগের পালটা তন্ময়ের
বিস্তারিত খবর:
1. আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। বাংলার বিভিন্ন শক্তিপীঠে আয়োজন হয়েছে বিশেষ পুজোর। পাশাপাশি বাড়ি এবং বারোয়ারিতে আয়োজন শ্যামা আরাধনার। প্রতিবারের মতো এবারও নিজের বাড়িতে কালীপুজো করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে অতিথি আপ্যায়ণ, ভোগ রান্না – সমস্ত কাজ সামলাচ্ছেন একা হাতে। বৃহস্পতিবার নিজের বাড়ির প্রতিমার ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বঙ্গবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। এদিন মমতার বাড়িতে আসেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে পুজো হবে রাত পর্যন্ত। পাশাপাশি, এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বর-সহ বাংলার বিভিন্ন কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বারাসাত, নৈহাটি সহ বিভিন্ন জায়গা কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে আলোর মালায়। সব মিলিয়ে আলোর উৎসবে মাতোয়ারা গোটা বঙ্গ।
2. শ্লীলতাহানি ইস্যুতে দলের শাস্তির মুখে পড়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এবার তাঁর পাশে দাঁড়ালেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর অনুমান, “এটা বৃহত্তর ষড়যন্ত্র।” তিনি আরও বলেন, তন্ময়বাবু যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে তিনি শাস্তি পাবেন। তবে তদন্তের আসল সত্যি সামনে আসুক, এমনটাই চাইছেন বিকাশ।
সম্প্রতি বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তা নিয়ে তোলপাড় গোটা বাংলা। তন্ময়বাবুকে সাসপেন্ড করেছে দল। তদন্তও শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিকবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে বর্ষীয়ান ওই সিপিএম নেতাকে। মহম্মদ সেলিম আগেই গোটা ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন। এসবের মাঝে তন্ময়ের পাশে দাঁড়ালেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদতে কী ঘটেছে তা তদন্তে প্রমাণিত হওয়ার আগে বলা যায় না। সেখানেই ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন বিকাশরঞ্জন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।