মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ বাম নেতার বিরুদ্ধে। তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত দলের। অভিযোগ অস্বীকার বাম নেতার। উপনির্বাচনের আগে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। দেখা করলেন না নির্যাতিতার পরিবারের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু হয়েছে। বাম-অতি বামদের দুষে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। মার্কিন নির্দেশে নয়, জাতীয় স্বার্থে হামলা ইরানে। সাফ জানালেন নেতানিয়াহু।
হেডলাইন:
আরও শুনুন: 25 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- ডানার দাপটে তুমুল বৃষ্টি, জলমগ্ন রাজ্য, সুন্দরবনে মৃত ১
বিস্তারিত খবর:
1. বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় পদক্ষেপ করল দল। বাম নেতাকে সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তবে কতদিনের জন্য, সেই সংক্রান্ত তথ্য আগামিকাল দেওয়া হবে বলেই জানানো হয়েছে বামেদের তরফে। রবিবার এক তরুণী সাংবাদিক সোশাল মিডিয়ায় দাবি করেন, সাক্ষাৎকার নেওয়ার সময় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। সাংবাদিকেদর অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন বাম নেতা। এতদিন পছ্ন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে এদিন বিষয়টা মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য। ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল। মহিলা সাংবাদিকের পোস্ট শেয়ার করে ধিক্কার জানান তৃণমূল নেতা দেবাংশু। ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন বামনেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করছে।
2. উপনির্বাচনের আগে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার পেট্রাপোলে বিএসএফের একটি অনুষ্ঠান থেকে ২০২৬ সালে পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। এদিন অনুপ্রবেশ সমস্যা নিয়েও আর একবার উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, “বাংলায় অশান্তির মূলে রয়েছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে।” অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষা আরও বাড়ানো হচ্ছে বলেও এদিন দাবি করেন শাহ। তবে দেখা করলেন না আর জি কর কান্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে। জানা গিয়েছে, পরিবারের তরফে শাহর মন্ত্রকে মেল করা হলেও শেষ পর্যন্ত এনিয়ে কোনও জবাব আসেনি। তাতেই বোঝা যাচ্ছিল যে সাক্ষাৎ অনিশ্চিত। তবু বঙ্গ বিজেপির নেতাদের উপর ভরসা রেখেছিল পরিবার। কিন্তু দিনশেষে নির্যাতিতার পরিবারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হল না। যদিও এদিন আর জি কর ইস্যুতে বক্যব্য রাখতে শোনা গিয়েছে শাহ-কে। এদিকে, বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ২৬-এ বাংলায় পরিবর্তনের ডাক দিলেন মিঠুন চক্রবর্তীও। অমিত শাহর সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে মহাগুরুকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।