পথেই মিলবে অভয়ার বিচার। আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা আর জি কর গণ কনভেনশনে। পালটা আত্মপ্রকাশ জুনিয়র ডাক্তারদের নয়া সংগঠনের। ফিরহাদকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়। ‘অবগত নই’, তৃণমূলের আক্রমণে জবাব মীনাক্ষীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ধৃত প্রসন্ন রায়ের ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হার ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 25 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- ডানার দাপটে তুমুল বৃষ্টি, জলমগ্ন রাজ্য, সুন্দরবনে মৃত ১
বিস্তারিত খবর:
1. ‘আমরণ অনশন’ তোলার পাঁচ দিনের মাথায় আরজি কর মেডিক্যাল কলেজে ‘গণকনভেশন’ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ ফ্রন্টের। পথেই মিলবে অভয়ার বিচার, আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে জানালেন অনিকেত-দেবাশিসরা। কনভেনশনেও থ্রেট কালচার নিয়ে ফের সরব হলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। তাঁদের অভিযোগ, ‘‘রাজ্য প্রশাসন থ্রেট কালচারকে দুঃখজনক বললেও তারা একটা পক্ষ নিতে চাইছে।’’
এদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট-এর পাল্টা সংগঠন হিসাবে শনিবারই আত্মপ্রকাশ করেছে জুনিয়র ডাক্তারদের নয়া সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ অ্যাসোসিয়েশন। যার তরফে থ্রেট কালচার ও টাকা তোলা নিয়ে পালটা আক্রমণ ধেয়ে এসেছে ডব্লিউবিজেডিএফ-এর প্রতি। এতদিনের আন্দোলন ও কর্মবিরতির পদক্ষেপকে রাজনৈতিক স্বার্থপ্রণোদিত বলেও দাবি করা হয়েছে। তবে, ওই সংগঠনের আত্মপ্রকাশের তিন ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এসেছে একটি ছবি। ছবিতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী, এবং ‘থ্রেট কালচার’-এ অন্যতম অভিযুক্ত অভীক দে-কে। জুনিয়র ডাক্তারদের থ্রেট কালচার নিয়ে দাবি, পালটা দাবির মধ্যে নতুন করে বিতর্ক উসকে দিল এই ছবি।
2. ফিরহাদ হাকিমকে নিয়ে সিপিএম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সোশাল মিডিয়া প্রোফাইলে কুরুচিকর পোস্ট। তার জেরে ডিওয়াইএফআই নেত্রীর প্রতি আক্রমণ শানাল তৃণমূল। দায় ঝেড়ে মীনাক্ষীর সাফাই, তাঁর নামে অন্য কেউ বা কারা একাধিক প্রোফাইল চালাচ্ছেন। সেখান থেকে যা পোস্ট হচ্ছে, সে সম্পর্ক তিনি অবগত নন, তার দায়ও তাঁর নয়।
সম্প্রতি ‘ডানা’-র প্রকোপ সামলাতে নবান্ন, কলকাতা পুরসভা, বিদ্যুৎ ভবনে রাতভর জেগে ছিলেন প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। একদিকে যেমন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারারাত জাগেন, তেমন পুরসভাতেও জেগে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু পরদিন ফিরহাদের ছবি বিকৃত করে কুরুচিকর ছবি পোস্ট করা হয় মীনাক্ষীর নামের প্রোফাইল থেকে। যা নিয়ে তীব্র সমালোচনা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তবে মীনাক্ষীর পাশে দাঁড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিষয়টি নিয়ে মীনাক্ষীকে আইনি পথে হাঁটার পরামর্শ দেওয়ার পাশাপাশি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।