ডানার দাপটে বাংলা জুড়ে বৃষ্টি, জলমগ্ন কলকাতা। ক্ষতিগ্রস্ত উপকূল এলাকা, সুন্দরবনে মৃত ১। ‘ডানা’র সুযোগে অশান্তির ছক কষতে পারে দুষ্কৃতীরা। কালীপুজোর আগে গোয়েন্দাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উচ্চপ্রাথমিকে নিয়োগ মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। বাধা নেই ১৪ হাজার নিয়োগে। দশ দফার পর এবার ৬ দফা দাবিতে ফের সরব জুনিয়র চিকিৎসকেরা। পুণে টেস্টে ফের হারের মুখে ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 23 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- ডানা-ভয়ে বন্ধ থাকবে ট্রেন-বিমান পরিষেবা, কলকাতায় জারি কমলা সতর্কতা
বিস্তারিত খবর:
1. ঘূর্ণিঝড় ডানার দাপটে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি। একাধিক এলাকা জলমগ্ন। ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এদিকে দুর্যোগের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবালকের মৃত্যু সুন্দরবনে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আগামী ৪৮ ঘণ্টা সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২৮ ঘণ্টার বেশি নবান্নে থেকে দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখলেন তিনি।
ল্যান্ডফলের পর শক্তি হারালেও, ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড উপকূলের বিস্তীর্ণ এলাকা। বিপদের আশঙ্কায় পর্যটনের ভরা মরশুমে ‘ডানা’র আগেই দিঘা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পর্যটকদের। শুক্রবার নবান্ন থেকে ভারচুয়াল বৈঠকে জেলা প্রশাসনকে দ্রুত ক্ষতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার কথাও বলেন। এদিকে ‘ডানা’র প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি। কলকাতায় বেশ কিছু জায়গায় ভেঙেছে গাছও। তবে জলযন্ত্রণা দূর করতে তৎপর কলকাতা পুরসভা, আশ্বাস ফিরহাদ হাকিমের। অন্যদিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর রাতভর তাণ্ডব চালিয়েছে ডানা। সরকারের উদ্যোগে অন্তত ৬ লক্ষ মানুষকে নিয়ে আসা হয় নিরাপদ আশ্রয়ে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। ‘মিশন সফল’, শুক্রবার জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি।
2. উৎসবের মরশুমেই বঙ্গে হানা দিয়েছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আর দুয়ের সুযোগ নিয়েই রাজ্যে অশান্তির ছক কষতে পারে দুষ্কৃতীরা। কালীপুজো, জগদ্ধাত্রী পুজোতে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ নিয়ে কালীপুজোর আগেই গোয়েন্দাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশ মমতার। একইসঙ্গে ‘ডানা’ পরবর্তী সময়ে ছটপুজোয় বাড়তি সতর্কতার কথা বলেন তিনি। প্রত্যেকটি ঘাট পরিষ্কার করা, আলো লাগানো এবং ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
‘ডানা’ পরবর্তী পরিস্থিতিতে শুক্রবার সাত জেলার জেলাশাসকের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উৎসবের মরশুমে সতর্কবার্তা দেওয়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন কলকাতায় সাম্প্রতিক কালে বারবার অগ্নিকাণ্ড ঘটা নিয়েও। ব্যবসায়ীরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত না করলে, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।