মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি টাস্ক ফোর্স। ৫৩ চিকিৎসককে সাসপেনশনের নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। ৮ জেলায় স্কুল-কলেজ ছুটি, বন্ধ থাকবে ফেরি চলাচল, জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার নথি পেশ জুনিয়র ডাক্তারদের। সাক্ষাৎ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি অভয়ার বাবা-মার। সংসদে বিজেপি-তৃণমূল জোর বচসা, বোতল ভেঙে জখম কল্যাণ। সাসপেন্ড TMC সাংসদ। ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় প্রধানমন্ত্রী মোদি।
হেডলাইন:
আরও শুনুন: 20 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- অনশন জারি রেখেই সোমবার বৈঠকে যোগ, সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের
বিস্তারিত খবর:
1. জুনিয়র ডাক্তারদের দাবি মানল নবান্ন। বৈঠকের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই রাজ্যস্তরে তৈরি হল টাস্ক ফোর্স। যার নেতৃত্বে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এছাড়াও রয়েছেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী মুখোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সচিব, কলকাতার পুলিশ কমিশনার। ডাক্তারদের তরফে থাকছেন ২ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার, ২ জুনিয়র রেসিডেন্ট ডাক্তার, রাজ্যস্তরের গ্রিভান্স সেলের এক প্রতিনিধি এবং ডাক্তারি পড়ুয়াদের মধ্যে থেকে এক ছাত্রী। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালের নিরাপত্তা-সহ সার্বিকভাবে সমস্ত অভিযোগ এবার থেকে খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। এদিকে, আর জি করের ৫৩ জন চিকিৎসককে সাসপেনশনের নির্দেশে স্থগিতাদেশ দিল হাই কোর্ট। আদালত জানিয়েছে, আর জি করের তরফে দেওয়া সাসপেনশনের সিদ্ধান্ত আপাতত কার্যকর হবে না। পরবর্তীতে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। সোমবার নবান্নের বৈঠকে এই সাসপেনশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ২৪ ঘণ্টা না পেরোতেই ৫৩ চিকিৎসককে সাসপেনশনের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ।
2. শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, ঝড়ের দাপটে বাংলার উপকূলের জেলাগুলোতেও প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে রাজ্য। মঙ্গলবার নবান্ন থেকে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৪ তারিখ ল্যান্ডফলের কথা থাকলেও দুর্যোগ যে কোনও সময় ঘনিয়ে আসতে পারে। তাই আগামী ২৩ তারিখ থেকে ৩ দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে স্কুল ছুটি থাকবে। বন্ধ থাকবে ফেরি চলাচল। প্রতিমুহূর্তে ডিএম, এসপি-দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম। বিপজ্জনক এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সতর্ক করা হয়েছে পর্যটকদের। এদিনের বৈঠকে ফের ডিভিসি-কে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, তাঁদের জল ছাড়ার কারণেই সমস্যায় পড়তে হয় রাজ্যকে। এদিকে মঙ্গলবার থেকেই জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘার সমুদ্রে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।