অনশনমঞ্চে মুখ্যসচিব, ফোনে কথা মুখ্যমন্ত্রীর। দাবিপূরণে সময় চেয়েও স্বাস্থ্যসচিবের অপসারণে নারাজ। ডাক্তারদের সঙ্গে সোমবার বৈঠকে মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত অনশনে অনড় আন্দোলনকারীরা। ‘ন্যায়বিচার যাত্রা’য় শরিক অভয়ার মা-বাবা। মহাসমাবেশের ডাক রবিবারে। জীবনবিমায় জিএসটি ছাড়। প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামেও মকুব হচ্ছে কর। রাহুলদের ব্যর্থতায় জলে গেল লড়াই। বেঙ্গালুরু টেস্টে হারের আশঙ্কায় ভারত।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মুখ্যমন্ত্রী কেন ধরনামঞ্চে আসছেন না, সে প্রশ্ন তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তার ২৪ ঘণ্টার মধ্যেই ধর্মতলায় অনশনমঞ্চে গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। মুখ্যসচিবের মাধ্যমে অনশনকারী চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে অনশন প্রত্যাহারের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আপনাদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। বেশিরভাগ দাবিপূরণ করেছি। আমি কথা দিচ্ছি, ৩-৪ মাস সময় দিন। আপনাদের সমস্যাগুলো নিশ্চয়ই দেখে নেব। সাধ্যমতো যতটা পারব, সহযোগিতা করব।” তবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণে নারাজ মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের অনুরোধে ফের বৈঠকে বসার সময় দিলেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার বিকেল পাঁচটায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তবে ১০ জনের বেশি প্রতিনিধি আসতে পারবেন না, জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে অনশন প্রত্যাহারের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবারের বৈঠকের আগে পর্যন্ত অনশনেই অনড় আন্দোলনকারীরা। তাঁদের তরফে রুমেলিকা কুমার বলেন, “আজ শনিবার। সোমবার বৈঠক। অর্থাৎ, আরও দুদিন বাধ্য হয়েই চালিয়ে যেতে হবে অনশন।” স্বাস্থ্য পরিষেবায় আন্দোলনের প্রভাব পড়া নিয়ে অনশনকারী ডাঃ স্নিগ্ধা হাজরা বলেন, “আমরা মাত্র আট জন এখানে অনশনে বসার জন্য স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে?” মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন নিয়ে কার্যত হতাশা প্রকাশ করে তাঁরা আরও বলেন, “এত দিন ধরে একই দাবি জানিয়েছি। তবু ৭১ দিন পরেও শুনতে হচ্ছে উনি নাকি দাবিগুলি জানেনই না।”
এদিকে আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ‘ন্যায়বিচার যাত্রা’য় শামিল নাগরিক সমাজ। সেখানে অংশ নিলেন নির্যাতিতার মা-বাবাও। অন্যদিকে রবিবার ধর্মতলার মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।