কেন অনশন মঞ্চে আসছেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন জুনিয়রদের। পালটা দিলেন কুণাল। অনশনকারীদের শারীরিক অবস্থার রিপোর্ট তলব স্বাস্থ্যসচিবের। কুণাল-নারায়ণ বৈঠক ঘিরে শোরগোল। বিবৃতিতে ক্ষোভ প্রকাশ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। কৃষ্ণনগর কাণ্ডে প্রকাশ্যে নতুন তথ্য। জম্মু-কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। মন্ত্রিসভায় বিশেষ প্রস্তাব পাশ করালেন মুখ্যমন্ত্রী ওমর। ৩ মাসের মধ্যে ফের রাশিয়া সফরে মোদি।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডে সুবিচার-সহ ১০ দফা দাবিতে আমরণ অনশনে ৮ জুনিয়র চিকিৎসক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন অনশন মঞ্চে আসছেন না, এবার সেই প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা। শুক্রবার অনশনকারী জুনিয়র চিকিৎসকরা বলেন, “মুখ্যমন্ত্রী একেবারের জন্য এখানে আসতে পারলেন না? ১৩ দিন শুধু জল খেয়ে বসে আছি।” তাঁরা আরও বলেন, এখানে কাউকে অসম্মান করা হচ্ছে না। ন্যায্য় দাবিতে লড়াই চলছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের প্রশ্ন, “আর কতদিন অনশন করতে হবে, আপনি বলে দিন।” আগামী রবিবার ফের সাধারণ মানুষকে পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে এদিন আন্দোলনকারীদের প্রশ্নের পালটা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী একসময় ধরনা মঞ্চে গিয়েছিলেন। নিজের বাড়ি এবং নবান্নে বৈঠকও করেছিলেন। কিন্তু আন্দোলনকারীরা যখন বৈঠকে বসতে চাইবেন, তখনই বসা যে সম্ভব নয়, সাফ জানান তৃণমূল নেতা। জুনিয়র চিকিৎসকদের অনশন মোটেও যুক্তিসঙ্গত নয়, এমনটাই দাবি তাঁর। আমরণ অনশনের নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই মনে করছেন তিনি। এদিকে, আন্দোলনকারীদের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট তলব করলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
2. কুণাল ঘোষের সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে ক্ষুব্ধ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বিবৃতি জারি করে জেপিডি তরফ থেকে জানানো হয়েছে, “ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনও চিকিৎসক সংগঠনের প্রতিনিধি কিনা আমরা জানি না। তিনি ব্যক্তির এক্তিয়ারে কারো সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু জুনিয়ক-সিনিয়র চিকিৎসক ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের দৌত্যের অধিকার তাকে কেউ দেয়নি।” নাম না করে কুণালের প্রসঙ্গও উল্লখ করা হয়েছে বিবৃতিতে। একইসঙ্গে জেপিডির তরফে সাফ জানানো হয়েছে, ডাঃ নারায়ণের এই আচরণকে তাঁরা সমর্থন করছেন না। তবে আত্মপক্ষ সমর্থন করে সোশাল মিডিয়ায় পালটা যুক্তি দিয়েছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, “জুনিয়রদের ভালোর জন্য যা করার করেছি। আমি প্রথমে মানুষ, তার পর ডাক্তার, তার পর আমার রাজনৈতিক সত্ত্বা।” এদিকে, তাঁর পোস্ট শেয়ার করে দুঃখপ্রকাশ করেছেন আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লা নাইয়াও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।