স্বল্পবাসে বিমানে চড়ার জেরেই জুটল শাস্তি। হ্যাঁ, এমনটাই অভিযোগ দুই তরুণীর। কিন্তু পোশাকের দায়ে কী এমন ঘটনা ঘটল? শুনে নেওয়া যাক।
বিমানে আসা যাওয়া মানেই একগুচ্ছ নিয়মের বেড়াজাল পেরোনো। বিমানবন্দরে নিরাপত্তার কারণে একাধিক নিয়মের কড়াকড়ি থাকে, সে কথা সকলেরই জানা। সেই কারণে প্রত্যেক যাত্রীর পোশাকও রীতিমতো তল্লাশি করে দেখা হয়। কিন্তু এখানে আপত্তি উঠেছে পোশাক নিয়েই। বলা ভালো, খোলামেলা পোশাক নিয়ে। পোশাকের জেরেই এবার বিপাকে পড়লেন দুই তরুণী। স্বল্প পোশাকে বিমানে ওঠার দায়ে রীতিমতো শাস্তি পেতে হল তাঁদের। কার্যত হেনস্তা করেই দুই তরুণীকে বিমান থেকে নামিয়ে দিয়েছেন পুরুষ বিমানকর্মী, অভিযোগ এমনটাই।
কী ঘটেছে ঠিক?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও থেকেই জানা গিয়েছে এই ঘটনার কথা। সেই ভিডিওতে দেখা গিয়েছে এক তরুণী বিমান সংস্থার পুরুষকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। সংবাদমাধ্যমের তথ্য বলছে, অভিযোগকারী দুই তরুণীর নাম তারা ও তেরেসা। ওই তরুণী জানিয়েছেন, তিনি ও তাঁর বন্ধু স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমানে উঠেছিলেন। লস অ্যাঞ্জেলস থেকে নিউ অরলিয়্যান্স যাচ্ছিল বিমানটি। স্বল্পবাস বলতে ক্রপ টপ ছিল তাঁদের পরনে, জানাচ্ছেন ওই তরুণী। তাঁদের দাবি, বিমানের পুরুষকর্মীরা তাঁদের দুজনকেই গায়ে গরম পোশাক চাপাতে বলেন। সেই নির্দেশ না মানতে চাওয়ায় তাঁদের জোর করেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি, রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় তাঁদের। এর ফলে তাঁদের টিকিটের দাম তো নষ্ট হয়ই, উপরন্তু গোটা সফরে এইভাবে বাধা পড়ার কারণেও ক্ষোভ উগরে দিয়েছেন তরুণী।
যদিও ভিডিওতে কেবল অভিযোগ করতেই দেখা গিয়েছে দুই তরুণীকে। তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে, এমন কোনও দৃশ্য সেখানে নেই। ফলে দুই তরুণীর অভিযোগ কতখানি সত্য, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।