নিরাপত্তার জন্য জোট বাঁধুক হিন্দুরা, পরামর্শ আর.এস.এস প্রধান মোহন ভাগবতের। তাঁকে পালটা দিয়ে আসাদউদ্দিন ওয়াইসি বলছেন, আসলে বিপদ তো মোদিই! হিন্দু, মুসলিম, দেশের সব মানুষের জন্যই। ঠিক কী বলেছেন এআইএমআইএম প্রধান? আসুন, শুনে নেওয়া যাক।
নিরাপদে থাকার জন্যই হিন্দু রাষ্ট্র গড়তে হবে, আর তার জন্যই নিজেদের মধ্যেকার বিভেদ ভুলে জোট বাঁধতে হবে হিন্দুদের। সম্প্রতি এমনই পরামর্শ দিয়েছিলেন আর.এস.এস প্রধান মোহন ভাগবত। এবার তার পালটা তোপ দাগলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর সাফ কথা, ভাগবত ভিনধর্মীদের থেকে বিপদের আশঙ্কা করে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন হিন্দুদের। কিন্তু এ দেশে না হিন্দু না মুসলিম, কারোরই এমনিতে কোনও বিপদ নেই। আসলে তো সবচেয়ে বড় বিপদের নাম নরেন্দ্র মোদি এবং মোহন ভাগবত। শুধু মুসলিমদের পক্ষেই তাঁরা ক্ষতিকর নন, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, খ্রিস্টান- এক কথায় দেশের সব মানুষের পক্ষেই এঁরা বিপজ্জনক, তোপ ওয়াইসির।
আরও শুনুন:
মুসলিম ভোট বাড়লেই ধ্বংস বিজেপি! সপা নেতার আশা ভেঙে যোগীরাজ্যে দ্বিগুণ মুসলিমদের পদ্ম-যোগ
ভারতকে হিন্দু রাষ্ট্র বলে বারেবারেই সওয়াল করে থাকেন ভাগবত। সেই যুক্তিতেই গেরুয়া শিবিরের তরফে ভিনধর্মীদের, বিশেষ করে মুসলিমদের প্রতি নানা সময়ে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগও ওঠে। এবারও হিন্দুদের নিরাপত্তা নিয়ে সতর্ক করার ছলে আসলে মুসলিমদের বিপজ্জনক বলেই ইঙ্গিত দিয়েছিলেন ভাগবত। তবে সেই বক্তব্যের প্রেক্ষিতেই ওয়াইসির পালটা মত, তিনবারের শাসনকাল জুড়ে হিন্দু-মুসলিম সহ সব দেশবাসীকেই ব্যতিব্যস্ত করে তুলেছেন মোদি। এখনও, তিনি ঝাড়খণ্ডের হিন্দু-মুসলিম অনুপাতের বদল নিয়ে কথা বলছেন, কিন্তু দেশজোড়া বেকার সমস্যা নিয়ে তাঁর মুখে কুলুপ। ঠিক যেমন ভাগবতও মুসলিমদের থেকে বিপদের আশঙ্কা করছেন, কিন্তু চিনের ভারতের জমি জবরদখল করা নিয়ে তিনি নীরব।
এর আগেও একাধিকবার মুসলিমদের অধিকার এবং আশঙ্কা নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন ওয়াইসি। অভিন্ন দেওয়ানি বিধি ইস্যুতে তিনি বলেন, আসলে ‘হিন্দু দেওয়ানি বিধি’ চালুর উদ্যোগ নিচ্ছেন মোদি। আবার বিজেপি মুসলিম মেয়েদের উন্নয়ন করা হয়েছে বলে দাবি তুললে ওয়াইসি রীতিমতো শিক্ষায় বরাদ্দের হিসেব দিয়ে জানিয়েছেন, বিজেপি সরকারই আসলে পিছিয়ে দিচ্ছে মুসলিম মেয়েদের। এবার ভাগবতের হিন্দু নিরাপত্তা মন্তব্যেও পালটা খোঁচা দিতে ছাড়লেন না এআইএমআইএম প্রধান।