কল্যাণী JNM হাসপাতালে হবে ময়নাতদন্ত। জয়নগর মামলায় পরিবারের দাবি মেনে নির্দেশ হাই কোর্টের। সিবিআই তদন্তের দাবি নির্যাতিতার আইনজীবীর। অনশনে যোগ দিচ্ছেন সিনিয়র ডাক্তাররাও। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধরনায় আরজি করের নির্যাতিতার বাবা-মা। দুর্গাপুজোয় একটানা বৃষ্টির সম্ভাবনা নেই, সাফ জানাল হাওয়া অফিস। হরিয়ানা কংগ্রেসে মুখ্যমন্ত্রীর কুরসি নিয়ে দড়ি টানাটানি। হকি বেঙ্গলের শীর্ষপদে রদবদল।
হেডলাইন:
আরও শুনুন: 3 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শীঘ্রই ঘোষণা মমতার, কুণালকে জানালেন দেব
বিস্তারিত খবর:
1. জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিচারপতি জানিয়ে দিলেন, সোমবার কল্যাণী জেএনএম হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্ত করতে হবে। রবিবার মৃতার ময়নাতদন্ত ঘিরে জটিলতা দেখা দেয়। নিরপেক্ষতার স্বার্থে রাজ্যের কোনও হাসপাতালে ময়নাতদন্তে রাজি ছিল না পরিবার। তাই কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পরিবারের আবেদন গ্রহণ করে নির্দেশ দেন, কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবেন এইমসের চিকিৎসকরা। বিচারপতির আরও নির্দেশ, সোমবার ১১.৪৫এর মধ্যে দেহ নিয়ে যেতে হবে হাসপাতালে। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন বারুইপুর আদালতের ACJM। তবে এদিন মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। বিচারপতি প্রশ্ন করেন, মৃতার সুরতহাল রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিত রয়েছে। তা সত্ত্বেও পুলিশ কেন পকসো আইনে মামলা রুজু করেনি? পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। পকসো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিকে, মৃতার পরিবারের তরফে আইনজীবী জানান, রাজ্য পুলিশের তদন্তে ভরসা নেই পরিবারের। তাই সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি।
2. জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার সিনিয়ররাও নামছেন অনশনে। আন্দোলনকারীদের তরফে সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, সোমবার থেকে তাঁরাও অনশন শুরু করবেন। প্রায় ৫৮ দিন পর কর্মবিরতি তুলে কাজে ফেরেন জুনিয়র চিকিৎসকরা। তবে নিজেদের দাবি পূরণে সরকারের উপর চাপ জারি রাখতে এবার আমরণ অনশন শুরু করেছেন তাঁরা। রিলে করে ৬-৭ জন জুনিয়র চিকিৎসক প্রতিদিন অনশন করছেন। এর মাঝে জয়নগরের ঘটনা নতুন করে আর জি করের ক্ষত উসকে দিয়েছে। ইতিমধ্যেই সিনিয়র চিকিৎসকদের ১২ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আর জি কর আন্দোলনের সঙ্গে এই ইস্যুও জুড়েছেন ডাক্তাররা। এদিকে, সুবিচারের দাবিতে ধরনায় বসছেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। তাঁদের সঙ্গে থাকবেন আত্মীয়স্বজনেরাও। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধরনায় বসবেন তাঁরা। মৃতা তরুণীর বাবা জানিয়েছেন, যে কেউ এই ধরনায় যোগ দিতে পারেন। তবে রাজনীতির রং থেকে বিরত থাকতে চান তাঁরা। দুর্গাপুজোর কদিন ধরনামঞ্চে অবস্থান করেই প্রতিবাদ জানাবেন মৃতার পরিবারের সদস্যরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।