বোধনে পুজোর শুরু। যা আদপে কল্পারম্ভ। দেবী দুর্গার মোট সাতরকম কল্পারম্ভ রয়েছে। নির্দিষ্ট দিনের হিসাবে পুজোর বিধান মেলে। ঠিক কোন কোন দিনে হতে পারে এই কল্পারম্ভ? লিখছেন সৌভিক রায়।
শরৎ অকালবোধনের সময়। রামচন্দ্র অকালবোধন করেই জয়ী হয়েছিলেন, হারিয়েছিলেন লঙ্কানরেশ রাবণকে। বলা হয়, এ সময় দেবতাদের নিদ্রাকাল। তা সত্ত্বেও শরৎ হল দেব-আরাধনার শ্রেষ্ঠ ঋতু। তাই বলা হত, ‘শারদেন ঋতুনা দেবাঃ’। বর্ষার পর পরিবেশ সবুজ হয়ে ওঠে, বৃষ্টি প্রায় থাকেই না। না-শীত, না-গরম সময়। মাঠ ভর্তি হয়ে ওঠে শস্যে। এমন সময়ই তো ঈশ্বর আরাধনার জন্য আদৰ্শ।
তার আগে তাঁকে জাগিয়ে তুলতে হবে। শ্রাবণ থেকে পৌষ হল রাত্রিকাল, দেবতাদের ঘুমোনোর সময়। তাই এ সময় পুজো করতে গেলে দেবতাদের জাগাতে হয়, যা বোধন নামে পরিচিত। বোধন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল– জাগ্রত করা। ‘অকালবোধন’ শব্দবন্ধটির অর্থ অসময়ে বোধন বা জাগরণ অর্থাৎ অসময়ে দেবী দুর্গার আরাধনা।
বোধন হল আদপে কল্পারম্ভ। দেবী দুর্গার মোট সাতরকম কল্পারম্ভ রয়েছে।
প্রথমত, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীর পরদিন অর্থাৎ জিতাষ্টমীর পরদিন দেবীর বোধন হয়। নাম কৃষ্ণনবম্যাদি কল্পারম্ভ। কৃষ্ণ পক্ষের নবমী থেকে পরের নবমী পর্যন্ত পুজো চলে। মল্ল রাজাদের হাজার বছরের প্রাচীন দুর্গাপুজো শুরু হয় এই তিথিতে। বীরভূমের মল্লারপুরের দক্ষিণগ্রামের বাবুপাড়ার রায়বাড়িতেও এই তিথিতে দেবীর বোধন হয়।
আবার, মহালয়ার পর দিন হয় প্রতিপদাদি কল্পারম্ভ, প্রতিপদে বোধন। এই কল্পে প্রতিপদ থেকে নবমী অবধি পুজো চলে। কৃষ্ণনগর রাজবাড়িতে এই তিথিতে পুজো হয়। দেউলটির চট্টোপাধ্যায় বাড়ি, ইছাপুরের মণ্ডল বাড়িতে প্রতিপদাদি কল্পে বোধন হয়।
তৃতীয় ধরনটি হল ষষ্ঠ্যাদি কল্পারম্ভ, ষষ্ঠীতে শুরু হয়ে নবমী অবধি পুজো চলে। এটিই সর্বাধিক জনপ্রিয়। সব বারোয়ারি পুজোতেই এই তিথিতে বোধন হয়। ষষ্ঠীর সকালেই বোধন প্রক্রিয়া শুরু হয়ে যায়। বোধনের পর বিল্বশাখার দেবীকে আহ্বান জানানো হয়।
এরপর সপ্তমীতে বোধন, নবমী অবধি পুজো। নাম সপ্তম্যাদি কল্পারম্ভ।
রয়েছে মহাষ্টম্যাদি কল্পারম্ভ। অষ্টমী ও নবমী মাত্র দু-দিন পুজো।
দেবী দুর্গার কল্পারম্ভের মধ্যে পড়ে অষ্টমীর কল্প এবং নবমীর কল্পও। দু’ক্ষেত্রেই অষ্টমীতে ও নবমীতেই একদিন করে পুজো হয়। আর এমনই সাত ধরনের কল্পারম্ভের মধ্যে দিয়ে হয় দেবীর আরাধনা।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আরও শুনুন:
পুজো স্পেশাল সিরিজ ‘আঃ! বাহন’
যদি দুর্গা আসেন অটোয়… । সম্বিত বসু
শুনুন: https://shorturl.at/z81Vf
যদি দুর্গা আসেন ট্রামে… । শুভদীপ রায়
শুনুন: https://shorturl.at/IHAxb
যদি দুর্গা আসেন ট্রেনে… । রণিতা চট্টোপাধ্যায়
শুনুন: https://shorturl.at/w33Sf
যদি দুর্গা আসেন মেট্রোয়… । সরোজ দরবার
শুনুন: https://shorturl.at/TKoNB
অলংকরণ: দীপঙ্কর ভৌমিক